মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯ ০০:০০ টা
এফআর টাওয়ারে আগুন

জমির মালিক গ্রেফতার তাসভীরের জামিন

নিজস্ব ও আদালত প্রতিবেদক

রাজধানীর বনানীর এফআর টাওয়ারের জমির মালিক প্রকৌশলী এস এম এইচ আই ফারুককে (৬৫) গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানীর গুলশান ২ নম্বর এলাকা থেকে গতকাল দুপুরে দুদকের উপ-পরিচালক আবু বকর সিদ্দিকের নেতৃত্বে একটি দল তাকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া ফারুক দুদকের মামলার এজাহারভুক্ত আসামি বলে দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে। অন্যদিকে টাওয়ারের পরিচালনা কমিটির সভাপতি তাসভীর উল ইসলামকে জামিন দিয়েছে আদালত। ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ গতকাল এ জামিন দেন। এর আগে রবিবার বিকালে তাকে গ্রেফতার করেছিল দুদক। গতকাল আদালতে হাজির করে তাসভীরকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. আবু বকর সিদ্দিক। ওই আবেদনে বলা হয়, এফআর টাওয়ারের ১৯ থেকে ২৩ তলা পর্যন্ত নির্মাণে রাজউকের কোনো ছাড়পত্র নেওয়া হয়নি। এমনকি ফি প্রদান ও নকশা অনুমোদন করা হয়নি। গ্রেফতারকৃত আসামি তাসভীর অবৈধভবে নির্মিত ২০ থেকে ২২ তলা অফিস স্পেস কিনতে ২০০৫ সালের ১৩ মার্চ চুক্তি করেন। যার চুক্তিমূল্য ছিল ছয় কোটি ৬৪ লাখ ৯৯ হাজার টাকা। অবৈধভাবে নির্মিত ওই স্পেস ক্রয়ের জন্য তিনি ভুয়া ও জাল নকশা দাখিল করে ২০১৬ সালের ১৮ জানুয়ারি জিএসপি ফাইন্যান্স কোম্পানির কাছ থেকে তিন কোটি ৬০ লাখ টাকা ঋণ নেন। গত ২৮ মার্চ ভবনটিতে অগ্নিকান্ডে র কারণে ২৫ জন মানুষ নিহত হয় এবং ৭৩ জন মারাত্মকভাবে আহত ও পঙ্গুত্ববরণ করেন।

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে কারাগারে আটক রাখার দাবি জানান দুদকের আইনজীবী। আইনজীবী মোশাররফ হোসেন কাজল, মাহমুদ হোসেন জাহাঙ্গীর জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামিকে জামিনে মুক্তির আদেশ দেন।

সর্বশেষ খবর