ডলার ছিনতাইয়ের মামলায় পুলিশের এক এএসআইসহ দুজনকে কারাদ দিয়েছে আদালত। গতকাল ঢাকার মহানগর ২ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক দেবদাস চন্দ্র অধিকারী এ রায় ঘোষণা করেন। মামলার দুই আসামি উত্তরা পূর্ব থানা পুলিশের এএসআই আলমগীর হোসেন (সাময়িক বরখাস্ত) এবং মাসুম বিল্লাহকে দুই বছর করে কারাদ এবং ৫ হাজার টাকা করে অর্থদ দেওয়া হয়েছে। আলমগীর হোসেন যশোর জেলার ঝিকরগাছা থানাধীন কীর্তিপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। মাসুম বিল্লাহর বাড়ি ঢাকার দোহার থানাধীন উত্তর শিমুলিয়া গ্রামে। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন। আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান সাংবাদিকদের জানান, রায়ের পর আদালত তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেয়। রাজধানীর উত্তরার লতিফ ইম্পেরিয়াল মার্কেটের এইচএস মানি এক্সচেঞ্জের মালিক মো. ইলিয়াস ২০১৭ সালের ৫ এপ্রিল ছিনতাইয়ের অভিযোগে ৬ জনের বিরুদ্ধে এ মামলা করেন। এজাহারে বলা হয়, ৪ এপ্রিল উত্তরার রাজলক্ষ্মী মার্কেটের সামনে থেকে ইলিয়াসকে কয়েকজন লোক ডিবি পরিচয়ে প্রাইভেটকারে তুলে নেয়। গাড়িতে তোলার পর ইলিয়াসের সঙ্গে থাকা মানি এক্সচেঞ্জের ১৮ হাজার ৮০০ ডলার (বাংলাদেশি মুদ্রায় ১৫ লাখ টাকার বেশি) ছিনিয়ে নেওয়া হয়। ওই সময় তার চিৎকারে লোকজন জড়ো হলে আসামিরা তাদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু জনতা গাড়ি আটকে মাসুম বিল্লাহকে আটক করে, বাকি চারজন পালিয়ে যায়। পরে মাসুম বিল্লাহ পুলিশের জিজ্ঞাসাবাদে এএসআই আলমগীর ছাড়াও হাবিব ডলার, রাশেদ ও সুমনের নাম বলেন। পরে পুলিশ এএসআই আলমগীরকে গ্রেফতার করে। মাসুম আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন। তদন্ত শেষে গোয়েন্দা পুলিশ অভিযোগপত্র দাখিল করলে ওই বছরের ১৯ জুন দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।
শিরোনাম
- লাবুশেনের ব্যাটে রানের ফোয়ারা
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- সিরাজগঞ্জে অটোচালক হত্যার রহস্য উদঘাটন, তিনজন গ্রেফতার
- শাবিপ্রবি ছাত্রদল সভাপতির উদ্যোগে মুক্ত দুই ছাত্র ইউনিয়ন নেতা
- আশুলিয়ায় গুঁড়িয়ে দেওয়া হলো ৬ ইটভাটা
- নাফ নদে ৬ রোহিঙ্গা জেলেকে অপহরণ
- আরও এক ইসরায়েলি বন্দির মরদেহ হস্তান্তর করল হামাস
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- সৌদিতে অননুমোদিত সভা-সমাবেশে অংশ না নিতে দূতাবাসের সতর্কতা
- কেনটাকিতে কার্গো বিমান বিধ্বস্তে জরুরি অবস্থা ঘোষণা
- রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
- ইউরোপীয় সামরিক জোটে অংশীদারের মর্যাদা পেল ইউক্রেন
- ‘আমজনতার দল’ শীর্ষ দশে না থাকলে রাজনীতি ছাড়বেন তারেক
- ট্রাম্পের হুমকি ‘অনিবার্য’ : মামদানি
- বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ, একজন নিহত
- বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
- ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
- এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি মির্জা ফখরুলের
ডলার ছিনতাই মামলায় জেল এএসআইর
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর