শত প্রতিকূলতার মাঝেও লাখো বাদুড়ের আবাস গড়ে উঠেছে সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের ভগতপাড়া গ্রামে। এলাকার বট-পাখৈর গাছের শাখায় শাখায় এরা পা আটকিয়ে ঝুন্ডেল দিন কাটায়। একএকটির ওজন প্রায় ২ থেকে ৩ কেজি। জানা গেছে, প্রায় দেড়শ বছর আগে তিন একরের বাঁশঝাড় ও দুটি প্রাচীন বটগাছে বাদুড়ের বসবাস শুরু হয়। এরপর এলাকার মানুষ এদের সৌভাগ্যের প্রতীক বলে মেনে নেওয়ায় বাদুড়দের বংশবৃদ্ধি ঘটেছে। শীত আসার আগেই এখানে লাখ লাখ বাদুর এসে অবস্থান নেয়। ইউনিয়ন পরিষদের সদস্য অজিত চন্দ্র রায় বলেন, বাদুড় নিরীহ প্রাণী। এরা মাটিতে পড়ে গেলে আর উঠতে পারে না। মাটিতেই মারা যায়। এদের পা নেই। তবে পেটের নিচে দুটো হুক আছে। এই দিয়েই তারা ঝুলে থাকে। খাদ্যের অভাব মেটানো ছাড়া এরা কোনো ক্ষতি করে না। সারাদিন ঘুমায় এরা। সন্ধ্যায় বেরিয়ে যায় আহারের সন্ধানে। আবার ফিরে আসে ভোরে। পাখি ও পরিবেশ সুরক্ষা নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেতুবন্ধনের’ প্রতিষ্ঠাতা আলমগীর হোসেন বলেন, বাদুড় নিয়ে কুসংস্কারের যুগ কেটে গেছে। এরা মানুষের উপকার করে। বিশেষ করে কলা আর অ্যাভোকাডোসহ প্রায় ৩০০ রকমের গাছের বীজ ছড়াতে সাহায্য করে। আবার কীটপতঙ্গ খেয়ে ফসলকে রক্ষা করে। তাই মানব কল্যাণকারী ও পরিবেশ বান্ধব এ স্তন্যপায়ী প্রাণীটি রক্ষা করা আমাদের দায়িত্ব। শিক্ষক আমিনুর রহমান বলেন, দেড়শ বছর পুরনো প্রায় ৩ একরের বাঁশঝাড় ও দুটি বটগাছের মধ্যে প্রাকৃতিকভাবে এখানে বাদুড়েরা নির্ভয়ে বসতি গড়ে তোলে। এটি রক্ষায় পরিবেশবাদী সংগঠন সেতুবন্ধন ও এলাকাবাসী আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। যার কারণে স্তন্যপায়ী এ প্রাণীর সংখ্যা দিন দিন বেড়েছে। নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী বলেন, বাদুড়ের অভয়াশ্রম এখানকার পরিবেশ ও প্রকৃতি সুরক্ষায় কাজ করছে। এই অভয়াশ্রম রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে জেলা প্রশাসন। এটি দেখভাল করার জন্য উপজেলা প্রশাসন এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকেও বলা হয়েছে।
শিরোনাম
- চুয়াডাঙ্গায় ট্যাংকলরি চাপায় ইজিবাইক চালকসহ নিহত ৩
- ভারতের আধিপত্য রুখতে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে : আব্দুস সালাম
- হাতিরঝিলে ম্যারাথনে দৌড়ালেন দেশি-বিদেশি ৮০০ প্রতিযোগী
- পুঁজিবাজারের মাঠ খেলার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত: বিএসইসি কমিশনার
- দেড় কোটি প্রবাসীর ভোটাধিকার নিশ্চিতে ৫ দাবি
- চার ওমরাহ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত করলো সৌদি আরব
- ‘জুলাই শহিদদের স্বীকৃতিস্বরূপ সনদ প্রদানের বিষয়ে কাজ করছে সরকার’
- ফজরকে আদালতে নেয়া নিয়ে অনিশ্চয়তা, শুরু হয়নি চারজনের রিমান্ড
- মেটিকুলাস ডিজাইনে সমস্যা কোথায়, প্রশ্ন মাহফুজ আলমের
- হাজারীখিল অভয়ারণ্যে ৩৩ অজগর অবমুক্ত
- টাকা মেরে খাওয়ার জন্য আমরা ক্ষমতায় বসিনি: ধর্ম উপদেষ্টা
- ইরান ছেড়েছে জাতিসংঘের পরমাণু পরিদর্শক দল
- ৩ আগস্ট শহীদ মিনারে ইশতেহার ঘোষণা করবে এনসিপি
- খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ
- রাজশাহীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে শিক্ষা সামগ্রী বিতরণ
- ঝড়ের শঙ্কায় চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- একক কনসার্ট নিয়ে আসছেন বাপ্পা মজুমদার
- সোনারগাঁয়ে পৌর বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও সদস্য ফরম বিতরণ
- মারা গেলেন হলিউড অভিনেতা মাইকেল ম্যাডসেন
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ভগ্নিপতিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
প্রকৃতি
ভগতপাড়ায় লাখো বাদুড়ের আবাস
নীলফামারী প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর