রাজধানীর রামপুরার আফতাবনগর এলাকার একটি বাসা থেকে ১৩ জন রোহিঙ্গা তরুণীকে উদ্ধার করেছে র্যাব। গ্রেফতার করেছে পাচারকারী চক্রের দুই সদস্য কবির আহমেদ (৪০) ও এমরানকে (২৮)। এরা রোহিঙ্গা তরুণীদের জন্য বাংলাদেশি পাসপোর্ট সংগ্রহ করে ভারত হয়ে মালয়েশিয়া পাচারের প্রক্রিয়া করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকাল ১০টার দিকে আফতাবনগর দুই নম্বর সড়কের ৪০ নম্বর বাড়ি থেকে তাদের গ্রেফতার করে র্যাব-৩-এর একটি দল। উদ্ধার তরুণীদের বয়স ১৮ থেকে ২০-এর মধ্যে। র্যাব বলছে, এই চক্রটি রোহিঙ্গা সুন্দীর তরুণীদের লোভনীয় চাকরির কথা বলে ভারত হয়ে মালয়েশিয়া এবং দুবাইয়ে পাচার করে আসছে। গত সপ্তাহেও পাঁচজন এবং গত ডিসেম্বরে আটজন রোহিঙ্গা তরুণীকে ভারত হয়ে মালয়েশিয়ায় পাচার করেছেন তারা। এই চক্রের মূল হোতা সবুর নামে এক ব্যক্তি। তিনি নিজে রোহিঙ্গা হলেও বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ১০ বছর ধরে মালয়েশিয়ায় অবস্থান করছেন। দেশের বিভিন্ন এলাকায় তার এজেন্ট রয়েছে। তারা কেবল নারীদেরই টার্গেট করেন। তাদের বিদেশে পাচার করার পর জোরপূর্বক দেহব্যবসায় বাধ্য করেন তারা। নইলে চলে অমানুষিক নির্যাতন। র্যাব-২-এর অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম ফাইজুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদেই আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। এদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে আরও তথ্য আদায় করা সম্ভব হবে বলে আমরা মনে করছি।’ তিনি বলেন, এ চক্রের অন্য দুই সদস্য পলাতক হাবিব এবং গ্রেফতার এমরান পাসপোর্ট অফিসের অসাধু কর্মকর্তাদের সহযোগিতায় বাংলাদেশি পাসপোর্ট তৈরি করে তাদের মালয়েশিয়া, দুবাইসহ কিছু দেশের ভিসা সংগ্রহ করে উচ্চমূল্যে আন্তর্জাতিক পাচারকারী চক্রের কাছে বিক্রি করে দিতেন। এ চক্রের বাকিদের গ্রেফতারের জন্য র্যাবের অভিযান অব্যাহত আছে।
শিরোনাম
- আইপিএলে কে কোন দলে, দেখুন পূর্ণাঙ্গ স্কোয়াড
- ঢাকা বোর্ডে পুনর্নিরীক্ষায় নতুন জিপিএ–৫ পেল ২০১ শিক্ষার্থী
- চোখ বন্ধ, হাসি নেই: এক ক্লিকেই ঠিক করবে গুগল ফটোস
- এটিএম কার্ড ছোঁয়া মাত্র তথ্য উধাও, বেড়েই চলেছে ক্লোনিং আতঙ্ক
- মিস ইউনিভার্স মঞ্চে কঠিন বাস্তবতার কথা জানালেন বাংলাদেশের মিথিলা
- আন্তর্জাতিক সহনশীলতা দিবস আজ
- 'দাউদের মাদক পার্টিতে নোরা', পুলিশের নজরে অভিনেত্রী
- অ্যাশেজের প্রথম টেস্টে উডকে নিয়ে শঙ্কা নেই
- সিলেটে অ্যাম্বুলেন্স ও বাসে আগুন
- চীনা বিনিয়োগে বৈশ্বিক রপ্তানিকেন্দ্র হওয়ার বিশাল সম্ভাবনা বাংলাদেশের
- ফুয়াদের সুরে কনার গান
- অস্ট্রেলিয়ার এমপিদের সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ তারেক রহমানের
- ২৬ বাংলাদেশি নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, চারজনের মৃত্যু
- কাতারের ক্লাব আল সাদে মানচিনি
- কাভিশ ব্যান্ডের সঙ্গে এক মঞ্চে শিরোনামহীন-মেঘদল
- যান্ত্রিক ত্রুটির কারণে গাজীপুরে চলন্ত বাসে আগুন!
- চীনা নাগরিকদের জাপান ভ্রমণ না করার আহ্বান
- পশ্চিমতীরের ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিল ইসরায়েল
- হাসিনার প্লট দুর্নীতির এক মামলার শুনানি আজ
- জলবায়ু সঙ্কট মোকাবিলায় পদক্ষেপের দাবিতে ব্রাজিলে বিশাল মিছিল