শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

ভোট হোক সুষ্ঠু ও ভয়ভীতিশূন্য

-বদিউল আলম মজুমদার

ভোট হোক সুষ্ঠু ও ভয়ভীতিশূন্য

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, এবার ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে সব প্রার্থী যেমন বাধাহীনভাবে প্রচার-প্রচারণা চালিয়েছে, তেমনি ভোট গ্রহণও হোক অবাধ, সুষ্ঠু ও ভয়ভীতিশূন্য। তিনি বলেন, নির্বাচনে অনেক

ইতিবাচক দিক থাকলেও আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে নির্বাচন কমিশন ছিল নিষ্ক্রিয়। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। সুজন সম্পাদক বলেন, এবার সিটি নির্বাচনটা সম্পূর্ণ ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) হচ্ছে। ইভিএমএ কিছু দুর্বলতা রয়েছে। এ ছাড়া এই ইভিএম নিয়ে মানুষের মধ্যে একটা অস্বস্তি রয়েছে। অস্বস্তির কারণ হচ্ছে, এটা একটা যন্ত্র, যন্ত্রটি যারা পরিচালনা করবেন, তাদের প্রতি মানুষের আস্থা নেই। বিগত নির্বাচনগুলোতে তারা সেই আস্থা হারিয়েছেন। বদিউল আলম মজুমদার বলেন, ভোট নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা শঙ্কা ও উদ্বেগ থাকলেও আমরা ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানাব। তিনি বলেন, কারণ ভোটাররা হচ্ছে সিটির মালিক। ভোট হচ্ছে মালিকানার প্রতিফলন। ভোটাররা সক্রিয় হলেই অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো সম্ভব হবে। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন নির্বিকার হলেও ভোটারদের নির্বিকার হলে চলবে না। নাগরিকের নির্বিকার হওয়ার কোনো সুযোগ নেই। যারা নির্বাচিত হবেন, তারা পাঁচ বছর আমাদের কাজ করবেন। ফলে ভোটাররা যদি ভোট দিতে না যায় কিংবা সঠিক ব্যক্তিকে নির্বাচিত না করে, তাহলে পরবর্তীতে অভিযোগ করার কোনো অবকাশ থাকবে না। ভোট দেওয়ার মাধ্যমেই গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেন তিনি।

সর্বশেষ খবর