শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

ক্রেতাদের জন্য স্বল্প সুদে ঋণ প্রণোদনা চাই

-প্রকৌশলী তানভিরুল হক প্রবাল

ক্রেতাদের জন্য স্বল্প সুদে ঋণ প্রণোদনা চাই

করোনাভাইরাসের প্রভাবজনিত নাজুক পরিস্থিতি কাটিয়ে উঠতে ক্রেতাদের জন্য স্বল্প সুদে ঋণ প্রণোদনা চেয়েছেন আবাসন খাতের উদ্যোক্তা রিহ্যাবের সাবেক সভাপতি প্রকৌশলী তানভিরুল হক প্রবাল। তিনি বলেছেন, আবাসনশিল্পে করোনার আঘাতে সৃষ্ট সংকট উত্তরণে আমরা নিজেদের জন্য নয়, ক্রেতাদের জন্য তহবিল গঠন করে কমপক্ষে এক বছর স্বল্প সুদে ঋণসুবিধা চাই। যাতে আবাসনশিল্পের বিপর্যয় ঠেকানো সম্ভব হয়। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আবাসন খাতের প্রতিষ্ঠানগুলোয় কর্মরত কর্মকর্তা, কর্মচারী ও নির্মাণশ্রমিকদের দু-এক দিনের মধ্যেই তাদের গত মাসের বেতন দিতে হবে। কিন্তু এখন আমাদের অবস্থা খুবই খারাপ। করোনাভাইরাসের প্রভাবে এ শিল্পে স্থবিরতা চলছে। আমরা জানি না, সময়মতো ক্রেতাদের কাছে হাতের প্রকল্পসমূহ হস্তান্তর করতে পারব কিনা। বিল্ডিং ফর ফিউচার লিমিটেডের এই কর্ণধার বলেন, সরকার তৈরি পোশাকশিল্পে ২ শতাংশ সুদে ৫ হাজার কোটি টাকা সহজ শর্তে ঋণ হিসেবে দেওয়ার ঘোষণা দিয়েছে। আমরা উদ্যোক্তারা নিজেদের জন্য এমন ঋণ চাই না। কিন্তু ক্রেতাদের জন্য কম সুদে ঋণ চাই। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে আবাসন খাতের সব উন্নয়ন প্রকল্প বন্ধ রয়েছে। প্রকল্পগুলোয় সিকিউরিট গার্ড ছাড়া কেউ কর্মরত নেই। এমন বিকাশমান খাতের স্থবিরতা কাটাতে করোনাভাইরাসের সংকট সময়ে ক্রেতাদের জন্য প্লট ও ফ্ল্যাটের রেজিস্ট্রেশন খরচও কমাতে হবে। ক্রেতাদের সুবিধা প্রদান ও কিছু প্রণোদনা চাই। কারণ, আবাসনশিল্পে প্রায় ৬ লাখ শ্রমিক আছেন। আর কনস্ট্রাকশন খাতে আছেন প্রায় ৩০ লাখ শ্রমিক।

সর্বশেষ খবর