শিরোনাম
শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

বৃহৎ ক্ষতি, বড় সংকট উত্তরণে পদক্ষেপ নিতে হবে

-আলমগীর শামসুল আলামিন কাজল

বৃহৎ ক্ষতি, বড় সংকট উত্তরণে পদক্ষেপ নিতে হবে

আবাসন খাতে উদ্যোক্তাদের সংগঠন রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন কাজল বলেছেন, করোনাভাইরাসের প্রভাবে সামনের দিনগুলোয় আরও বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে। বর্তমানে আবাসন খাত সম্পূর্ণ স্থবির হয়ে গেছে। সব কর্মকান্ড বন্ধ রয়েছে। আবাসনশিল্পের বৃহৎ ক্ষতি ও সংকট উত্তরণে করণীয় নির্ধারণের জন্য আগামী দিনগুলোয় সরকারের সঙ্গে আলোচনা করা হবে।

গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি বলেন, চলমান পরিস্থিতিতে হাল ছেড়ে দেওয়ার প্রয়োজন নেই। আমি বিশ্বাস করি বাঙালি জাতি যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের যে নির্দেশনা দিয়েছেন আমাদের সেটা অবশ্যই পালন করতে হবে। একাত্তরে বঙ্গবন্ধুর নেতৃত্বে একবার দেশ স্বাধীন করেছে বাঙালি। আমার বিশ্বাস, এবার বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে ভয়াবহ করোনাভাইরাসবিরোধী যুদ্ধেও আমরা জয়যুক্ত হব। আমাদের বিকাশমান আবাসন খাতে বৃহৎ ক্ষতি সাধিত হয়েছে। তিনি বলেন, অর্থনীতিতে বিশাল অবদান রাখছে দেশের আবাসন খাত। কিন্তু চলমান ভয়াবহ পরিস্থিতিতে আবাসন খাত সম্পূর্ণ স্থবির হয়ে গেছে। আমাদের সব কর্মকান্ড বন্ধ আছে। কিছুই করতে পারছি না। আবার এমন পরিস্থিতি সরকারের কাছে দাবি জানানোর সময়ও নয়। এখন সরকারের পাশে থেকে দেশ ও জনগণের সেবা করার সময়। তাই ইতিমধ্যে করোনাভাইরাস পরীক্ষার কিট ও স্বাস্থ্যকর্মীদের জন্য ব্যক্তিগত সুরক্ষা পোশাক বা পিপিই কিনতে সরকারি তহবিলে ২৫ লাখ টাকা অনুদান দিয়েছে রিহ্যাব। আলমগীর শামসুল আলামিন কাজল বলেন, করোনাভাইরাস প্রতিরোধের এ যুদ্ধ আমরা যে যেখানেই আছি, সেখান থেকেই করতে হবে। এ যুদ্ধের প্রথম শর্ত কোয়ারেন্টাইনে থাকা।

সর্বশেষ খবর