কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেছেন, ‘করোনাকালে আমরা বিএনপির প্রতিটি নেতা-কর্মী সীমিত সামর্থ্য নিয়ে মানুষের পাশে থেকেছি। বিএনপির বেশির ভাগ নেতা-কর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করেও সফল হয়নি সরকার। বরং প্রতিটি নেতা-কর্মী দ্বিগুণ উৎসাহে মানবিক সহায়তা নিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়েছেন।’ মাজহারুল ইসলাম বলেন, ‘করোনার প্রাথমিক স্তরে জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের নেতৃত্বে আলম গ্রুপের সৌজন্যে তিন হাজার সাবান ও ছয় হাজার মাস্ক বিতরণ করি। এ ছাড়া ঈদুল ফিতরের আগে লক্ষাধিক টাকা গরিব-দুস্থদের মধ্যে বিতরণ করি।’ প্রতিটি উপজেলায় নেতা-কর্মীরা মানুষের ঘরে ঘরে ত্রাণ সহায়তা পৌঁছে দিতে কাজ করেছেন। তিনি বলেন, ‘দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকার পরও বিএনপির কোনো নেতা-কর্মী মনোবল হারাননি। এই সময়টা ছিল আমাদের জন্য কঠিন পরীক্ষা। এই পরীক্ষায় আমরা সবাই উত্তীর্ণ হয়েছি। সুসময়ে যেমন আমরা মানুষের পাশে থেকেছি, দুঃসময়ে আরও বেশি কমিটমেন্ট নিয়ে মানুষের সেবা করেছি।’ মহামারীর সময়ে বিএনপির মতো অন্য রাজনৈতিক দলগুলোও মানুষের পাশে দাঁড়িয়েছে উল্লেখ করে মাজহারুল ইসলাম বলেন, ‘বাধা ও প্রতিবন্ধকতা না থাকলে আমরা আরও বেশি ত্রাণ সহায়তা দিতে পারতাম। জনগণকে সচেতন করার জন্য লিফলেট বিতরণসহ নানাভাবে কার্যক্রম চালানো হয়েছে। এসব কাজে বিএনপি প্রশংসিতও হয়েছে।’ তিনি বলেন, ‘বিএনপি মানুষের কল্যাণে রাজনীতি করে। তাই মানুষের বিপদে আমরা ঘরে বসে থাকতে পারি না। কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত প্রতিটি নেতা-কর্মী জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই কাজ করছেন।
শিরোনাম
- লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
- স্বর্ণের দাম কমেছে
- সেই নবজাতক পরিবারের পাশে পুলিশ
- নাতবউকে ধর্ষণের অভিযোগে জুতাপেটা, পুলিশে সোপর্দ
- ভাড়া নিয়ে শ্রমিক ও শিক্ষার্থীদের সংঘর্ষ, দুই শতাধিক বাস ভাঙচুর
- সিংড়ায় শীতের আগমনে লেপ–তোষকের দোকানে ভিড়
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা
- তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে সরকার
- দিনাজপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র্যালি
- সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও পুনর্নির্মাণ হয়নি
- যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ