কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেছেন, ‘করোনাকালে আমরা বিএনপির প্রতিটি নেতা-কর্মী সীমিত সামর্থ্য নিয়ে মানুষের পাশে থেকেছি। বিএনপির বেশির ভাগ নেতা-কর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করেও সফল হয়নি সরকার। বরং প্রতিটি নেতা-কর্মী দ্বিগুণ উৎসাহে মানবিক সহায়তা নিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়েছেন।’ মাজহারুল ইসলাম বলেন, ‘করোনার প্রাথমিক স্তরে জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের নেতৃত্বে আলম গ্রুপের সৌজন্যে তিন হাজার সাবান ও ছয় হাজার মাস্ক বিতরণ করি। এ ছাড়া ঈদুল ফিতরের আগে লক্ষাধিক টাকা গরিব-দুস্থদের মধ্যে বিতরণ করি।’ প্রতিটি উপজেলায় নেতা-কর্মীরা মানুষের ঘরে ঘরে ত্রাণ সহায়তা পৌঁছে দিতে কাজ করেছেন। তিনি বলেন, ‘দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকার পরও বিএনপির কোনো নেতা-কর্মী মনোবল হারাননি। এই সময়টা ছিল আমাদের জন্য কঠিন পরীক্ষা। এই পরীক্ষায় আমরা সবাই উত্তীর্ণ হয়েছি। সুসময়ে যেমন আমরা মানুষের পাশে থেকেছি, দুঃসময়ে আরও বেশি কমিটমেন্ট নিয়ে মানুষের সেবা করেছি।’ মহামারীর সময়ে বিএনপির মতো অন্য রাজনৈতিক দলগুলোও মানুষের পাশে দাঁড়িয়েছে উল্লেখ করে মাজহারুল ইসলাম বলেন, ‘বাধা ও প্রতিবন্ধকতা না থাকলে আমরা আরও বেশি ত্রাণ সহায়তা দিতে পারতাম। জনগণকে সচেতন করার জন্য লিফলেট বিতরণসহ নানাভাবে কার্যক্রম চালানো হয়েছে। এসব কাজে বিএনপি প্রশংসিতও হয়েছে।’ তিনি বলেন, ‘বিএনপি মানুষের কল্যাণে রাজনীতি করে। তাই মানুষের বিপদে আমরা ঘরে বসে থাকতে পারি না। কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত প্রতিটি নেতা-কর্মী জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই কাজ করছেন।
শিরোনাম
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
- আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
- দৈনিক কোটি টাকার চাঁদাবাজি
- আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি বেড়েছে ২১০০ কোটি টাকা
- এবার নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- পিআর : দেশ কতটা প্রস্তুত
- বাবার হাত ছেড়ে রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় সন্তানের মৃত্যু
- বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসিড নিক্ষেপ, দুই নারী ও শিশু দগ্ধ
- এনএসডিএ'র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন
- নারী পাচারে টোপ ‘ভালো চাকরি’
- মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, হাসপাতালে তরুণের মৃত্যু
- মাতুয়াইলে ১০ তলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : মাহফুজ আলম
- জাপানে ভূমিকম্পের মধ্যে সমুদ্রে ‘অদ্ভুত গর্জন’ শোনার দাবি
- ফ্যাসিস্টদের পুশইন করুন, বিচার করতে প্রস্তুত আমরা : নাহিদ
- শাকিবের আগামী ঈদের সিনেমা চূড়ান্ত
- এবার ‘ট্রাম্প সুগন্ধি’ বাজারে, বিতর্ক
- মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেফতার
- পারমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ইরানের
- তিতাসে পাওনা টাকা নিয়ে রাজমিস্ত্রিকে রড দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২
সীমিত সামর্থ্য নিয়েও মানুষের পাশে থেকেছি
-মাজহারুল ইসলাম
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর