কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেছেন, ‘করোনাকালে আমরা বিএনপির প্রতিটি নেতা-কর্মী সীমিত সামর্থ্য নিয়ে মানুষের পাশে থেকেছি। বিএনপির বেশির ভাগ নেতা-কর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করেও সফল হয়নি সরকার। বরং প্রতিটি নেতা-কর্মী দ্বিগুণ উৎসাহে মানবিক সহায়তা নিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়েছেন।’ মাজহারুল ইসলাম বলেন, ‘করোনার প্রাথমিক স্তরে জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের নেতৃত্বে আলম গ্রুপের সৌজন্যে তিন হাজার সাবান ও ছয় হাজার মাস্ক বিতরণ করি। এ ছাড়া ঈদুল ফিতরের আগে লক্ষাধিক টাকা গরিব-দুস্থদের মধ্যে বিতরণ করি।’ প্রতিটি উপজেলায় নেতা-কর্মীরা মানুষের ঘরে ঘরে ত্রাণ সহায়তা পৌঁছে দিতে কাজ করেছেন। তিনি বলেন, ‘দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকার পরও বিএনপির কোনো নেতা-কর্মী মনোবল হারাননি। এই সময়টা ছিল আমাদের জন্য কঠিন পরীক্ষা। এই পরীক্ষায় আমরা সবাই উত্তীর্ণ হয়েছি। সুসময়ে যেমন আমরা মানুষের পাশে থেকেছি, দুঃসময়ে আরও বেশি কমিটমেন্ট নিয়ে মানুষের সেবা করেছি।’ মহামারীর সময়ে বিএনপির মতো অন্য রাজনৈতিক দলগুলোও মানুষের পাশে দাঁড়িয়েছে উল্লেখ করে মাজহারুল ইসলাম বলেন, ‘বাধা ও প্রতিবন্ধকতা না থাকলে আমরা আরও বেশি ত্রাণ সহায়তা দিতে পারতাম। জনগণকে সচেতন করার জন্য লিফলেট বিতরণসহ নানাভাবে কার্যক্রম চালানো হয়েছে। এসব কাজে বিএনপি প্রশংসিতও হয়েছে।’ তিনি বলেন, ‘বিএনপি মানুষের কল্যাণে রাজনীতি করে। তাই মানুষের বিপদে আমরা ঘরে বসে থাকতে পারি না। কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত প্রতিটি নেতা-কর্মী জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই কাজ করছেন।
শিরোনাম
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ক্যান্সার আক্রান্তদের পাশে রোটারী
- গণভোটের প্রস্তুতি নিতে ইসিকে সরকারের চিঠি
- দেশের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ হতে হবে: অর্থ উপদেষ্টা
- কুমিল্লায় অভিযান চলাকালে পুলিশের ওপর হামলা
- স্টার্কের ডেলিভারিতে দগ্ধ ইংল্যান্ড, হেডের ব্যাটে লেখা জয়গাথা
- বাজি ধরে না চিবিয়ে পুরো বার্গার গেলার চেষ্টা, যুবকের করুণ মৃত্যু
- অ্যাশেজে মাত্র দুই দিনেই ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিল অস্ট্রেলিয়া
- ‘আমার বিজয় এমনভাবে হবে, ধারে কাছেও কেউ আসতে পারবে না’
- ফেব্রুয়ারিতে সর্বমহলে গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে: ধর্ম উপদেষ্টা
- মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩
- বিশ্বে ভূ-রাজনৈতিক পুনর্গঠনে ‘সঠিক পথ’ বেছে নেবে বাংলাদেশ : পররাষ্ট্র উপদেষ্টা
- রংপুরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থীর মতবিনিময়
- ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাণিজ্য উপদেষ্টার সাক্ষাৎ
- দিনাজপুরে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
- বোলিং পিচে হেডের ঝড়, ইতিহাস গড়ে সেঞ্চুরি
- বরগুনায় ৪ ভুয়া চিকিৎসক আটক
- সাকিবকে টপকে দেশের সর্বোচ্চ উইকেট শিকারি তাইজুল
- সিরাজগঞ্জে অসুস্থ দলীয় কর্মীর পাশে দাঁড়ালেন বিএনপি নেতা
- মৎস্য রপ্তানির নীতিমালা ও প্রস্তুতিতে সরকার কাজ করবে : মৎস্য উপদেষ্টা