মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

সীমিত সামর্থ্য নিয়েও মানুষের পাশে থেকেছি

-মাজহারুল ইসলাম

সীমিত সামর্থ্য নিয়েও মানুষের পাশে থেকেছি

কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেছেন, ‘করোনাকালে আমরা বিএনপির প্রতিটি নেতা-কর্মী সীমিত সামর্থ্য নিয়ে মানুষের পাশে থেকেছি। বিএনপির বেশির ভাগ নেতা-কর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করেও সফল হয়নি সরকার। বরং প্রতিটি নেতা-কর্মী দ্বিগুণ উৎসাহে মানবিক সহায়তা নিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়েছেন।’ মাজহারুল ইসলাম বলেন,  ‘করোনার প্রাথমিক স্তরে জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের নেতৃত্বে আলম গ্রুপের সৌজন্যে তিন হাজার সাবান ও ছয় হাজার মাস্ক বিতরণ করি। এ ছাড়া ঈদুল ফিতরের আগে লক্ষাধিক টাকা গরিব-দুস্থদের মধ্যে বিতরণ করি।’ প্রতিটি উপজেলায় নেতা-কর্মীরা মানুষের ঘরে ঘরে ত্রাণ সহায়তা পৌঁছে দিতে কাজ করেছেন। তিনি বলেন, ‘দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকার পরও বিএনপির কোনো নেতা-কর্মী মনোবল হারাননি। এই সময়টা ছিল আমাদের জন্য কঠিন পরীক্ষা। এই পরীক্ষায় আমরা সবাই উত্তীর্ণ হয়েছি। সুসময়ে যেমন আমরা মানুষের পাশে থেকেছি, দুঃসময়ে আরও বেশি কমিটমেন্ট নিয়ে মানুষের সেবা করেছি।’ মহামারীর সময়ে বিএনপির মতো অন্য রাজনৈতিক দলগুলোও মানুষের পাশে দাঁড়িয়েছে উল্লেখ করে মাজহারুল ইসলাম বলেন, ‘বাধা ও প্রতিবন্ধকতা না থাকলে আমরা আরও বেশি ত্রাণ সহায়তা দিতে পারতাম। জনগণকে সচেতন করার জন্য লিফলেট বিতরণসহ নানাভাবে কার্যক্রম চালানো হয়েছে। এসব কাজে বিএনপি প্রশংসিতও হয়েছে।’ তিনি বলেন, ‘বিএনপি মানুষের কল্যাণে রাজনীতি করে। তাই মানুষের বিপদে আমরা ঘরে বসে থাকতে পারি না। কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত প্রতিটি নেতা-কর্মী জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই কাজ করছেন।

সর্বশেষ খবর