কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেছেন, ‘করোনাকালে আমরা বিএনপির প্রতিটি নেতা-কর্মী সীমিত সামর্থ্য নিয়ে মানুষের পাশে থেকেছি। বিএনপির বেশির ভাগ নেতা-কর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করেও সফল হয়নি সরকার। বরং প্রতিটি নেতা-কর্মী দ্বিগুণ উৎসাহে মানবিক সহায়তা নিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়েছেন।’ মাজহারুল ইসলাম বলেন, ‘করোনার প্রাথমিক স্তরে জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের নেতৃত্বে আলম গ্রুপের সৌজন্যে তিন হাজার সাবান ও ছয় হাজার মাস্ক বিতরণ করি। এ ছাড়া ঈদুল ফিতরের আগে লক্ষাধিক টাকা গরিব-দুস্থদের মধ্যে বিতরণ করি।’ প্রতিটি উপজেলায় নেতা-কর্মীরা মানুষের ঘরে ঘরে ত্রাণ সহায়তা পৌঁছে দিতে কাজ করেছেন। তিনি বলেন, ‘দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকার পরও বিএনপির কোনো নেতা-কর্মী মনোবল হারাননি। এই সময়টা ছিল আমাদের জন্য কঠিন পরীক্ষা। এই পরীক্ষায় আমরা সবাই উত্তীর্ণ হয়েছি। সুসময়ে যেমন আমরা মানুষের পাশে থেকেছি, দুঃসময়ে আরও বেশি কমিটমেন্ট নিয়ে মানুষের সেবা করেছি।’ মহামারীর সময়ে বিএনপির মতো অন্য রাজনৈতিক দলগুলোও মানুষের পাশে দাঁড়িয়েছে উল্লেখ করে মাজহারুল ইসলাম বলেন, ‘বাধা ও প্রতিবন্ধকতা না থাকলে আমরা আরও বেশি ত্রাণ সহায়তা দিতে পারতাম। জনগণকে সচেতন করার জন্য লিফলেট বিতরণসহ নানাভাবে কার্যক্রম চালানো হয়েছে। এসব কাজে বিএনপি প্রশংসিতও হয়েছে।’ তিনি বলেন, ‘বিএনপি মানুষের কল্যাণে রাজনীতি করে। তাই মানুষের বিপদে আমরা ঘরে বসে থাকতে পারি না। কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত প্রতিটি নেতা-কর্মী জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই কাজ করছেন।
শিরোনাম
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
- মাছের বাজার চড়া, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
সীমিত সামর্থ্য নিয়েও মানুষের পাশে থেকেছি
-মাজহারুল ইসলাম
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর