শিরোনাম
বুধবার, ১২ মে, ২০২১ ০০:০০ টা

কর্মসংস্থান তৈরিতে বিশেষ বরাদ্দ চাই

-শামীমা সুলতানা শিলু

কর্মসংস্থান তৈরিতে বিশেষ বরাদ্দ চাই

বাংলাদেশ উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির খুলনা বিভাগীয় প্রধান শামীমা সুলতানা শিলু মনে করেন এবারের বাজেটে কিছুটা ভিন্নতা থাকা উচিত। তিনি বলেন, করোনায় নারী উদ্যোক্তাদের অবস্থা খুবই শোচনীয়। ব্যবসা-বাণিজ্য দেড়-দুই বছর ধরে বন্ধ। ক্ষুদ্র উদ্যোক্তারা লোকসানে ব্যবসা গুটিয়ে নিয়েছেন। যাদের ব্যাংক ঋণ রয়েছে তারা আরও সমস্যাগ্রস্ত। কর্মহীন বেকার হয়ে গেছেন অসংখ্য মানুষ। এর ফলে বিশেষ করে তরুণ-যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। বাজেটে এ খাতে বরাদ্দ দিতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে  তিনি এসব কথা বলেন। শামীমা সুলতানা শিলু বলেন, বাজেটে নারী উদ্যোক্তাদের জন্য আলাদা বরাদ্দ থাকতে হবে। নারী উদ্যোক্তারা কীভাবে ঘুরে দাঁড়াবেন সেজন্যও সরকারের বিশেষ উদ্যোগ নেওয়া উচিত, যার প্রতিফলন আমরা বাজেটে দেখতে চাই।

তিনি বলেন, দক্ষিণাঞ্চলে ব্যবসা-বাণিজ্যে অনেক সম্ভাবনা রয়েছে, তা কাজে লাগাতে হবে। বাজেটে নারী উদ্যোক্তাদের জন্য থোক বরাদ্দ প্রণোদনা, অনলাইন ব্যবসা খাতে প্রয়োজনীয় উপকরণের দাম কমানো ও সহজ শর্তে ব্যাংক ঋণের ব্যবস্থা করতে হবে। এই নারী উদ্যোক্তা বলেন, এবারের বাজেটে কর্মসংস্থান তৈরি ও নারীদের সামাজিক সুরক্ষা বৃদ্ধির ওপর জোর দিতে হবে। ক্ষুদ্র ও নারী উদ্যোক্তাদের টিকিয়ে রাখতে বরাদ্দসহ বিশেষ পদক্ষেপ নিতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর