ঐতিহ্যের শহর নারায়ণগঞ্জ। প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জের শিল্পাঞ্চল সিদ্ধিরগঞ্জে পাঠকপ্রিয়তার শীর্ষে বাংলাদেশ প্রতিদিন। বাজারে আসার শুরু থেকেই পাঠকের হাতে হাতে এই পত্রিকা। পাঠক চাহিদা প্রচুর। বাংলাদেশ প্রতিদিন পত্রিকার এ অঞ্চলের সুপারভাইজার ও হকাররা সরবরাহ করতে না পারায় নারায়ণগঞ্জ শহর এবং ঢাকার যাত্রাবাড়ী থেকেও পত্রিকা এনে সরবরাহ করা হয় সিদ্ধিরগঞ্জে। করোনা-পরবর্তী সময়ে অন্যান্য দৈনিক পত্রিকার চাহিদা কমলেও বাংলাদেশ প্রতিদিন তার অবস্থান এবং শীর্ষত্ব ধরে রাখতে পেরেছে। পত্রিকার গঠনমূলক ও তথ্যবহুল সংবাদ প্রকাশ, ছোট ছোট করে অনেকগুলো সংবাদ ছাপানোর কারণে পাঠকরা পছন্দ করছেন বলে জানান সিদ্ধিরগঞ্জের ঢাকা সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লি. কাঁচপুর সেন্টারের সুপারভাইজার মো. আলাউদ্দিন। তিনি বলেন, বেলা ১১টার মধ্যে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা বিক্রি হয়ে যায়। এই সময়ে অন্যান্য দৈনিক পত্রিকা অর্ধেকও বিক্রি হয় না। এক সাক্ষাৎকারে মো. আলাউদ্দিন জানান, সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা সব থেকে বেশি চলে। এর কারণ হলো, পাঠকরা ছোট ছোট অনেক বেশি সংবাদ পান এই পত্রিকায়। ভালো মানের কাগজের পাশাপাশি চমৎকার লেখা থাকে। বস্তুনিষ্ঠতায় শীর্ষে। অল্প কথার মধ্যে মানুষ সব খবর পেয়ে যান। তিনি বলেন, বাংলাদেশ প্রতিদিন সাধারণ মানুষ ও পাঠকের কাছে একটি আস্থা তৈরি করেছে। তিনি আরও বলেন, বাংলাদেশ প্রতিদিনের নিয়মিত অনেক পাঠক রয়েছেন, তাদের অন্য পত্রিকা দিলে ক্ষুব্ধ হয়ে হকারদের সঙ্গে রাগারাগি করেন। অনেকে রাতে অফিস থেকে এসে পত্রিকাটি নিতে খোঁজ করে থাকেন। তিনি জানান, ঢাকা সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লি. কাঁচপুর তার সেন্টারে বাংলাদেশ প্রতিদিন চলে ৩ হাজার কপি। প্রথম আলো ৬৫০, আমাদের সময় ১৫০, যুগান্তর ২২০, আজকের পত্রিকা ১০০, কালের কণ্ঠ ১০০, সমকাল ৭০, জনকণ্ঠ ৫০, ইত্তেফাক ৭০, দেশ রূপান্তর ৮৫০, সংবাদ ১০ কপি। এ ছাড়াও আমাদের অর্থনীতিসহ অন্য পত্রিকাগুলো ৫ থেকে ১০ কপি করে আসে।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল