খুলনা নগরীর মহেশ্বরপাশা উত্তর বণিক পাড়ার নিজ বাসা থেকেই নিখোঁজ হন গৃহবধূ রহিমা বেগম। তার মেয়ে মরিয়ম মান্নানসহ পরিবার গত ১৫ দিন ধরে তাদের মাকে খুঁজছেন হন্যে হয়ে। খুলনা ও ঢাকায় করেছেন মানববন্ধন। নিখোঁজের ঘটনায় থানায় জিডি ও মামলাসহ আইন-শৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হয়েছেন তারা। মামলায় আসামি গ্রেফতার হলেও এখনো মায়ের সন্ধান পাচ্ছেন না সন্তানরা। গতকাল প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে নিখোঁজের সন্তানরা। মানববন্ধনে নিখোঁজ রহিমা বেগমের মেয়ে মরিয়ম বলেন, আশ্চর্য ঘটনা একটা মানুষ অদৃশ্য হয়ে গেল। এখনো তার খোঁজ মেলেনি। তবে মাকে নিয়ে তিনি বেশ উদ্বিগ্ন। তিনি তার মায়ের সন্ধান চান যে কোনো উপায়ে। এই মানববন্ধনে নারী পক্ষের সদস্যরাও উপস্থিত ছিলেন। মামলার বিবরণী থেকে জানা যায়, ২৭ আগস্ট রাত আনুমানিক ১০ টার দিকে টিউবওয়েলের পানি আনতে দোতলা থেকে নিচে নামেন রহিমা বেগম। দীর্ঘসময় পরও তিনি ঘরে না ফেরায় শুরু হয় খোঁজাখুঁজি। এক পর্যায়ে নলকূপের পাশে রহিমা বেগমের ব্যবহৃত ওড়না ও স্যান্ডেল দেখতে পান তারা। সেই রাতেই মাকে খুঁজতে আত্মীয়-স্বজন, আশপাশসহ সম্ভাব্য সব জায়গায় যান সন্তানরা। জিডি করা হয় নগরীর দৌলতপুর থানায়। একই দিনে মেয়ে আদুরী আক্তার বাদি হয়ে থানায় মামলা করেন। এই মামলায় ৫ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। মেয়ে মরিয়ম জানান, আমার মা রহিমা বেগম ফৌজদারি মামলার বাদী ছিলেন। মামলাটি তুলে নেওয়ার জন্য আসামিরা বিভিন্ন সময়ে হুমকি দিত। এমনকি আমাদের ঘরবাড়ি ভাঙচুর করে আসামিরা। ভাঙচুরের দিন আমার মাকে আসামিরা মারধর করে। যাদের পুলিশ ও র্যাব আটক করেছে তারা আমাদের প্রতিবেশী। এদের নাম উল্লেখ করে থানায় মামলা করা হয়েছিল। খুলনার দৌলতপুর থানার ওসি নজরুল ইসলাম ফোনে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ডিবি, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সব বিভাগ সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। টেকনোলজিও ব্যবহার করে কাজ করছি। যেহেতু সব ডিপার্টমেন্ট একসঙ্গে চেষ্টা করছে, আশা করি খুব দ্রুত রহিমাকে উদ্ধার করতে পারব। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা তাকে অপহরণ ধরে নিয়েই উদ্ধারের চেষ্টা করছি। উদ্ধার হলে জানা যাবে, সে আত্মগোপনে ছিল নাকি অপহরণ করা হয়েছে।
শিরোনাম
- টানা বৃষ্টিপাত চলবে আরও কয়েকদিন, জানাল আবহাওয়া অধিদপ্তর
- কক্সবাজার সৈকতে ভেসে এলো চবির আরেক শিক্ষার্থীর লাশ
- ইউক্রেনের ড্রোন হামলায় রুশ ন্যাশনাল গার্ডের সদসসহ নিহত ৩
- চীন-ভারতসহ ব্রিকস সদস্যদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের হুমকি
- এনবিআর চেয়ারম্যানের কাছে ক্ষমা চেয়েছেন দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী
- আফ্রিকা-জিম্বাবুয়ের সঙ্গে যুবাদের ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা
- গণমাধ্যমকে হুমকি বন্ধে হস্তক্ষেপ কামনা মার্কিন কংগ্রেসের
- বৃষ্টিতে মোংলা পৌর এলাকায় জলাবদ্ধতা, জনজীবন বিপর্যস্ত
- ভিন্নমত দমনের বিরুদ্ধে বিএনপি নেতারা
- রাজধানীতে দুই বাসের মাঝে চাপা পড়ে একজন নিহত
- একজনের নামে সর্বোচ্চ ১০ সিম, কার্যকর ১৫ আগস্ট থেকে
- চীনে সীসা বিষক্রিয়ায় অসুস্থ ২৩৩ শিশু
- দেশজুড়ে পুলিশি অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১৬০৭
- পেদ্রোর জোড়া গোলে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি
- ২৪ ঘণ্টায় ঢাকায় ৪৫ মিলিমিটার বৃষ্টি, আজও বৃষ্টির আভাস
- অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফেরার তাড়া নেই ডেভিডের
- ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি, আশ্রয়কেন্দ্রে ছুটছে ক্ষতিগ্রস্ত পরিবার
- দীপিকার ‘৮ ঘন্টা কাজ’ প্রসঙ্গ নিয়ে রাশমিকার খোঁচা!
- জিম্বাবুয়ে হোয়াইটওয়াশ, প্রোটিয়াদের টানা ১০ জয়ের রেকর্ড
- যাত্রাবাড়ীতে ১০ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেফতার
বাসা থেকে নিখোঁজ গৃহবধূর সন্ধান চান মেয়েসহ পরিবার
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর