খুলনা নগরীর মহেশ্বরপাশা উত্তর বণিক পাড়ার নিজ বাসা থেকেই নিখোঁজ হন গৃহবধূ রহিমা বেগম। তার মেয়ে মরিয়ম মান্নানসহ পরিবার গত ১৫ দিন ধরে তাদের মাকে খুঁজছেন হন্যে হয়ে। খুলনা ও ঢাকায় করেছেন মানববন্ধন। নিখোঁজের ঘটনায় থানায় জিডি ও মামলাসহ আইন-শৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হয়েছেন তারা। মামলায় আসামি গ্রেফতার হলেও এখনো মায়ের সন্ধান পাচ্ছেন না সন্তানরা। গতকাল প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে নিখোঁজের সন্তানরা। মানববন্ধনে নিখোঁজ রহিমা বেগমের মেয়ে মরিয়ম বলেন, আশ্চর্য ঘটনা একটা মানুষ অদৃশ্য হয়ে গেল। এখনো তার খোঁজ মেলেনি। তবে মাকে নিয়ে তিনি বেশ উদ্বিগ্ন। তিনি তার মায়ের সন্ধান চান যে কোনো উপায়ে। এই মানববন্ধনে নারী পক্ষের সদস্যরাও উপস্থিত ছিলেন। মামলার বিবরণী থেকে জানা যায়, ২৭ আগস্ট রাত আনুমানিক ১০ টার দিকে টিউবওয়েলের পানি আনতে দোতলা থেকে নিচে নামেন রহিমা বেগম। দীর্ঘসময় পরও তিনি ঘরে না ফেরায় শুরু হয় খোঁজাখুঁজি। এক পর্যায়ে নলকূপের পাশে রহিমা বেগমের ব্যবহৃত ওড়না ও স্যান্ডেল দেখতে পান তারা। সেই রাতেই মাকে খুঁজতে আত্মীয়-স্বজন, আশপাশসহ সম্ভাব্য সব জায়গায় যান সন্তানরা। জিডি করা হয় নগরীর দৌলতপুর থানায়। একই দিনে মেয়ে আদুরী আক্তার বাদি হয়ে থানায় মামলা করেন। এই মামলায় ৫ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। মেয়ে মরিয়ম জানান, আমার মা রহিমা বেগম ফৌজদারি মামলার বাদী ছিলেন। মামলাটি তুলে নেওয়ার জন্য আসামিরা বিভিন্ন সময়ে হুমকি দিত। এমনকি আমাদের ঘরবাড়ি ভাঙচুর করে আসামিরা। ভাঙচুরের দিন আমার মাকে আসামিরা মারধর করে। যাদের পুলিশ ও র্যাব আটক করেছে তারা আমাদের প্রতিবেশী। এদের নাম উল্লেখ করে থানায় মামলা করা হয়েছিল। খুলনার দৌলতপুর থানার ওসি নজরুল ইসলাম ফোনে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ডিবি, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সব বিভাগ সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। টেকনোলজিও ব্যবহার করে কাজ করছি। যেহেতু সব ডিপার্টমেন্ট একসঙ্গে চেষ্টা করছে, আশা করি খুব দ্রুত রহিমাকে উদ্ধার করতে পারব। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা তাকে অপহরণ ধরে নিয়েই উদ্ধারের চেষ্টা করছি। উদ্ধার হলে জানা যাবে, সে আত্মগোপনে ছিল নাকি অপহরণ করা হয়েছে।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
বাসা থেকে নিখোঁজ গৃহবধূর সন্ধান চান মেয়েসহ পরিবার
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর