মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা
গৃহবধূকে গাড়িচাপায় হত্যা

ডাকাত চক্রকে খুঁজছে ডিবি

নিজস্ব প্রতিবেদক

ভোরে গোয়াল থেকে গরু বের করে পিকআপে তুলে নিয়ে যাচ্ছিল একটি ডাকাত চক্র। টের পেয়ে ছেলেকে সঙ্গে নিয়ে পিকআপের সামনে গিয়ে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন গৃহবধূ সেলিনা খাতুন (৪৫)। পালাতে গিয়ে ডাকাতরা শেষ পর্যন্ত মা-ছেলের ওপর পিকআপ তুলে দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন সেলিনা। আর সঙ্গে থাকা আহত ছেলে জুবায়ের হোসেনকে (২২) ভর্তি করা হয় হাসপাতালে।

৩১ জানুয়ারি ভোর ৪টায় সিরাজগঞ্জ সদর উপজেলার পঞ্চ সারটিয়াচর গ্রামে এ ঘটনা ঘটে। সেলিনা খাতুন ওই গ্রামের আমির চানের স্ত্রী। এদিকে পালিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ি দেখে পিকআপ ও চুরি করা গরু রেখেই চলে যায় ডাকাত দল। পরে গরু ও পিকআপ জব্দ করে পুলিশ। এ ঘটনায় নিহত সেলিনার স্বামী বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা করেন। গতকাল এ বিষয়ে ডিবির মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) শাহিদুর রহমান রিপন জানান, গরু নিয়ে যাওয়ার সময় তা ঠেকাতে মা ও ছেলে বাধা হয়ে দাঁড়ালে ডাকাত চক্র পিকআপ তাদের ওপর তুলে দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান সেলিনা খাতুন। মর্মান্তিক ঘটনাটি ডিবির নজরে আসার পর ডিবির অতিরিক্ত কমিশনারের নির্দেশনায় গোয়েন্দা মতিঝিল বিভাগ চোরচক্রের সদস্যদের ধরতে দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে। তারা চিহ্নিত হয়েছে এবং যে কোনো গ্রেফতার হবে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর