রবিবার, ৫ মার্চ, ২০২৩ ০০:০০ টা

অপহরণের কয়েক ঘণ্টা পর মুক্তিপণে ফিরল দুই শিশু

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে অপহরণের কয়েক ঘণ্টা পর ‘মুক্তিপণের বিনিময়ে’ দুই শিশুকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। উদ্ধার হওয়া দুই শিশু হলো টেকনাফের বাহারছড়ার মারিশবনিয়া পাড়ার দুবাই প্রবাসী হোসেন আলীর ছেলে মো. সালমান (৪) ও একই এলাকার মো. আলীর ছেলে ওবাইদুল্লাহ (১৬)। তারা দুজন সম্পর্কে চাচাতো ভাই। ওই দুই শিশুকে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।

ওই দুই শিশুর চাচাতো ভাই হাসান মোহাম্মদ গালীব জানান, ৭০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে প্রথমে মো. সালমানকে উদ্ধার করা হয়। এ সময় পাহাড়ের ঢালুতে অপহরণকারীদের কবলে থাকা অপর শিশু ওবাইদুল্লাহর কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। তখন অপহরণকারীদের ধাওয়া করলে তারা ওবাইদুল্লাহকে রেখে পালিয়ে যায়। টেকনাফের বাহারছড়া পুলিশ ফাঁড়ির (তদন্তকেন্দ্র) ইনচার্জ মশিউর রহমান বলেন, দুই শিশু অপহরণের খবর পেয়ে টেকনাফ থানার অফিসার ইনচার্জ আবদুল হালিমের নেতৃত্বে পুলিশ উদ্ধার অভিযান পরিচালনা করে। উন্নত প্রযুক্তি ব্যবহার করে অপহরণকারীদের কবল থেকে অপহৃতদের উদ্ধার করা হয়। অপহরণের পাঁচ ঘণ্টা পর মারিশবনিয়া পাহাড়ের ঢালু থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার মো. সালমান বয়সে ছোট হওয়ায় তার মায়ের হেফাজতে দেওয়া হয়েছে। ওবাইদুল্লাহকে জিজ্ঞাসাবাদের জন্য থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এর আগে, শুক্রবার সন্ধ্যায় উপজেলার বাহারছড়ার মারিশবনিয়া এলাকা থেকে ওই দুই শিশুকে অপহরণ করে দুর্বৃত্তরা। ধরে নিয়ে যাওয়ার দুই ঘণ্টা পর শিশু ওবাইদুল্লাহর মুঠোফোন থেকে তার মায়ের কাছে ফোনে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।

 

সর্বশেষ খবর