সোমবার, ২০ মার্চ, ২০২৩ ০০:০০ টা

সীমানা নিয়ে যত অভিযোগ

একাদশ সংসদের সীমানা বহালের পক্ষে-বিপক্ষে অবস্থান মন্ত্রী-এমপিদের

গোলাম রাব্বানী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া তালিকা প্রকাশ করে ইসি। একাদশ সংসদ নির্বাচনের আগে ২৫টি আসনের সীমানায় পরিবর্তন এলেও এবার কোনো আসনেই বড় পরিবর্তন না করে আগের সীমানা বহাল রাখা হয় খসড়ায়। তবে নতুন কয়েকটি প্রশাসনিক সীমানা যুক্ত হওয়ায় খসড়ায় মাত্র ছয়টি আসনে আংশিক পরিবর্তন এসেছে। গতকাল পর্যন্ত সীমানার খসড়া নিয়ে দাবি, আপত্তি করার সময় দিয়েছিল নির্বাচন কমিশন। এবারে নির্বাচন কমিশন কোনো সংসদীয় আসনের সীমানা পরিবর্তন না আনায় অনেক আসনেই বৈষম্য তৈরি হয়েছে। এক পরিসংখ্যানে দেখা গেছে, সীমানা নির্ধারণের ক্ষেত্রে বিগত সময়ে প্রশাসনিক অখন্ড তাকে বেশি গুরুত্ব দেওয়ায় ৬২টি আসন ভারসাম্যহীন হয়ে পড়েছে। কোনো কোনো আসনের জনসংখ্যার তারতম্য ২৫ শতাংশের বেশি। এ আসনগুলোর পরিবর্তন এসেছিল ২০০৮ সালে।

এদিকে অনেক আসনের বর্তমান সীমানা পরিবর্তনের দাবি জানিয়েছেন নাগরিকরা। এমনকি সীমানা পরিবর্তনের পক্ষে-বিপক্ষে ইসিতে শত শত আবেদন করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ নাগরিকরা। ইসি কর্মকর্তারা জানান, সীমানা নিয়ে আপত্তি জানিয়ে শত শত আবেদন এসেছে। আবার সীমানা বহাল রাখার পক্ষে-বিপক্ষে আবেদন করেছেন মন্ত্রী-এমপিরাও। কেউ কেউ সীমানা বহালে সহমত পোষণ করেছেন। জুনের মধ্যে আবেদনগুলোর শুনানি শেষে সংসদীয় আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে। বিশ্লেষকদের মতে, সংসদীয় আসনের সীমানা সংকটের নিরসন দীর্ঘদিনেও হয়নি। বিগত হুদা কমিশনও সীমানা জটিলতা জিইয়ে রেখে বিদায় নিয়েছে। সীমানা জটিলতা নিয়ে অনেক মামলা-অভিযোগ জমা পড়েছিল। কিন্তু কিছুই আমলে নেয়নি তারা। অনেক এলাকার আসন পরিবর্তনের দাবি দীর্ঘদিনের। তিন-চারটি উপজেলা নিয়েও রয়েছে একটি আসন। আবার একটি উপজেলা ও স্বল্প সংখ্যক ভোটার নিয়ে রয়েছে অনেক আসন। কিন্তু বর্তমান কমিশনও সংসদীয় আসনের সীমানায় তেমন কোনো পরিবর্তন না করায় ভোটার ও সাধারণ মানুষের মধ্যে আস্থার সংকট আরও বাড়ছে। ইসি কর্মকর্তারা জানান, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া তালিকা দাবি-আপত্তি শুনানির জন্য বিভাগ অনুযায়ী নথি উপস্থাপনের প্রস্তুতি চলছে। দ্রুত কমিশন শুনানির তারিখ নির্ধারণ করবে। তবে আবেদন দেখে কমিশন সিদ্ধান্ত দেবে কীভাবে এবং কবে থেকে সীমানা পুনর্নির্ধারণে এসব দাবি-আপত্তির শুনানি শুরু করা হবে। উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি ছয়টি আসনে আংশিক পরিবর্তন করে সীমানা নির্ধারণের খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন। নতুন সিটি করপোরেশন হওয়ায় ময়মনসিংহ-৪ আসন, নতুন প্রশাসনিক এলাকা হওয়ায় মাদারীপুর-৩, সুনামগঞ্জ-১, সিলেট-১, সিলেট-৩, কক্সবাজার-৩ আসনের পরিবর্তন প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া সুনামগঞ্জ-৩ আসনে একটি উপজেলার সংশোধিত নাম যুক্ত করা হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর