কিশোরগঞ্জের পাকুন্দিয়া থেকে মাদরাসায় যাওয়ার পথে ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে নিখোঁজ শাপলা (১৫) নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে আরও দুই শিক্ষার্থী। গতকাল সকালে ময়মনসিংহের পাগলা থানার দত্তের বাজার এলাকার ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া শাপলা পাকুন্দিয়া উপজেলার চরআলগী গ্রামের মাইনুদ্দিনের মেয়ে। নিখোঁজ দুজন একই গ্রামের হাবিব মিয়ার ছেলে আবির (৭) ও মুমতাজ উদ্দিনের ছেলে জুবায়েদ (৬)। তারা সবাই বিরুই নদীর পাড় দাখিল মাদরাসার শিক্ষার্থী।
স্থানীয় সূত্র জানায়, গতকাল সকালে ৯ শিক্ষার্থী একটি ছোট নৌকায় করে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে মাদরাসায় যাচ্ছিল। দত্তের বাজার সংলগ্ন এলাকায় পৌঁছলে হঠাৎ নৌকাটি ডুবে যায়। ছয়জন সাঁতরে তীরে উঠতে পারলেও তিনজন নিখোঁজ হয়।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন বলেন, স্থানীয় জেলেদের নিয়ে উদ্ধার অভিযান চালিয়ে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। ফায়ার সার্ভিসের কিশোরগঞ্জ ইউনিটের একটি ডুবুরিদল নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে।