ভারতে নিষিদ্ধ করা হয়েছে অনলাইন গেম। সংসদে এ বিষয়ে আইন পাস হওয়ার পর গতকাল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অনুমোদন দেন। গেজেট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিন দিনের মধ্যে আইনটি পাস হয়ে রেকর্ড স্থাপন করল। এর আগে, বৃহস্পতিবার লোকসভায় ও শুক্রবার রাজ্যসভায় আইনটি পাস হয়।
আইন অনুসারে, টাকার বিনিময়ে মুঠোফোনে যেসব গেম খেলা হয় সেগুলো নিষিদ্ধ হয়ে গেল। এসব গেমের মধ্যে রয়েছে, ড্রিম ১১ (ভারতীয় ক্রিকেট দলের স্পন্সর), এমপিয়েল, পকেরবাজি। তবে সরকার ই স্পোর্টসকে সমর্থন করবে। টাকার বিনিময়ে গেম খেলা যাবে না। বিদেশি গেম কোম্পানিকেও নিষিদ্ধ করা হয়েছে। তবে কোম্পানিগুলো এই আইনে আপত্তি জানিয়েছে। আইন কার্যকর হলে বহু মানুষ বেকার হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পার্লামেন্টে বলেছেন, গত পাঁচ বছরে প্রায় ৪৫ কোটি মানুষ এই গেম খেলে ২০ হাজার কোটি রুপি হেরেছে। দেশে দুই হাজার অনলাইন গেম আছে। যাদের পিছনে ২৩ হাজার কোটি রুপি বিদেশি লগ্নি রয়েছে।