জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট বিভুরঞ্জন সরকারের সৎকার সম্পন্ন হয়েছে। গতকাল রাতে রাজধানীর বাসাবোর সবুজবাগের বরদেশ্বরী কালীমাতা মন্দিরে তার সৎকার হয়। এর আগে বেলা সাড়ে ১১টায় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পুলিশ ও স্বজনদের উপস্থিতিতে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত সম্পন্নকারী চিকিৎসক ডা. শেখ মো. এহসানুল ইসলাম বলেন, লাশটি পানি থেকে এসেছে। লাশ হালকা পচনশীল ছিল। আমরা যত দূর দেখেছি, শরীরের বাইরে ও ভিতরে আঘাতের চিহ্ন পেলাম না। তার পরেও শরীরের (দাঁত, চুল, লিভার, কিডনি, পাকস্থলীর) কিছু অংশ নিয়েছি। এগুলো ফ্রিজিং করে ঢাকায় পাঠাচ্ছি। প্রতিবেদন আসার পর আমরা চূড়ান্ত মন্তব্য দিতে পারব। গতকাল বিকালে মুন্সিগঞ্জ থেকে লাশ ঢাকার সিদ্ধেশ্বরীতে ‘অপ্সরা’ নামের ভাড়া বাসায় আনা হলে সেখানে শোকের ছায়া দেখা যায়। বিকাল থেকেই সেখানে ভিড় জমান বিভুরঞ্জনের দীর্ঘদিনের সহকর্মী, বন্ধু ও স্বজনরা। প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার সকাল ১০টায় সিদ্ধেশ্বরীর বাসা থেকে অফিসে যাওয়ার জন্য রওনা করেন বিভুরঞ্জন সরকার। এরপর আর বাসায় ফেরেননি। শুক্রবার মুন্সিগঞ্জের নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।