জাতীয় নাগরিক পার্টি-এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, জুলাই অভ্যুত্থানে বড় বড় রাজনৈতিক দলের নেতাদের ছেলেমেয়েরা কজন জীবন দিয়েছে? কজন বড় বড় পলিটিশিয়ানের ছেলেমেয়ে মরেছে হিসাব করে দেখেন। জীবন দিয়েছে আপনার আমার মতো সাধারণ মানুষ, শ্রমিকরা- তাদের সন্তানরা। মাঝখানে ফায়দা লোটে কতিপয় রাজনীতিবিদ।
গতকাল সন্ধ্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা শহরের তেঁতুলতলায় আয়োজিত দুর্নীতিবিরোধী লংমার্চের পথসভায় তিনি এসব কথা বলেন। চাঁদাবাজি, দখলদারি, সিন্ডিকেট ও দুর্নীতিসহ নানা অপরাধের বিরুদ্ধে পঞ্চগড় জেলাজুড়ে এ লংমার্চের ডাক দেয় এনসিপি। এ সময় দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সারজিস বলেন, কোনো চাঁদাবাজ, নতুন বাংলাদেশে দুর্নীতিবাজদের আর বড় গলায় কথা বলতে দেওয়া হবে না। তিনি বলেন, প্রত্যেক জেলা উপজেলায় পাঁচ থেকে ১০ জন চাঁদাবাজ, চোরাকারবারি, সিন্ডিকেটকারী, মাদক ব্যবসায়ী, বাটপার, কালপ্রিট আছে- যারা উপজেলাতে রক্ত চুষে খাচ্ছে। এনসিপি দায়িত্বে এলে অন্য কোনো রাজনৈতিক দলের নিরপরাধ নেতা-কর্মীদের হয়রানি করা হবে না, তবে দুর্নীতিবাজরা নিজ দলের হলেও তাদের মুখোশ উন্মোচন করা হবে।
এর আগে দুপুর ১২টায় পঞ্চগড় চিনিকল মাঠ থেকে লংমার্চ শুরু হয়ে পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে দলটির সহস্রাধিক নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।