ময়মনসিংহে জুলাই যোদ্ধাদের বাধায় আওয়ামী লীগ নেতা আমিনুল হক শামীমের মালিকানাধীন বাস চলাচল বন্ধ হয়ে গেছে। শুক্রবার রাত থেকে নগরীর মাসকান্দায় আমিনুল হক শামীমের মালিকানাধীন কোনো গাড়ি ইউনাইটেড বাস কাউন্টার থেকে চলতে দেওয়া হবে না। এ দাবিতে সেখানে অবস্থান কর্মসূচি শুরু করেন জুলাই যোদ্ধারা। এতে সকাল থেকেই ইউনাইটেড সার্ভিসের পুরো বাস চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে, জুলাই যোদ্ধাদের অবস্থানের প্রতিবাদে নগরের ঢাকা-ময়মনসিংহ বাইপাসে ঢাকাগামী সব ধরনের যান চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা। এতে গতকাল দুপুর ১২টা থেকে ঢাকাগামী কোনো যান চলাচল করেনি। এতে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। বৈষম্যবিরোধী ছাত্রদের অভিযোগ, গেজেটভুক্ত ‘জুলাই যোদ্ধা’ আবু রায়হানের গায়ে হাত, কটূক্তি ও আহত করে বাস থেকে নামিয়ে দেওয়ার প্রতিবাদে শুক্রবার থেকে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে গতকালও দোষীদের বিচারসহ শহীদ সাগর হত্যা মামলার আসামি কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল হক শামীমকে গ্রেপ্তার ও তার মালিকানাধীন ইউনাইটেট পরিবহনের সব বাস বন্ধের দাবি জানানো হয়। জানা যায়, হালুয়াঘাটের আবু রায়হান শুক্রবার রাতে বাসে উঠার সময় বাসশ্রমিক ঝন্টুর শরীরে ধাক্কা লাগে। এ ঘটনায় নিজেকে জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে রায়হান একাধিকবার দুঃখ প্রকাশ করেন। এরপরও ঝন্টু তার সঙ্গে অশালীন আচরণ ও কটূক্তি করে তাকে বাস থেকে নামিয়ে দেন। এ ঘটনার পর থেকেই মূলত বাস টার্মিনালের সামনে অবস্থান নেন বৈষম্যবিরোধী ছাত্ররা।
ময়মনসিংহ মোটর মালিক সমিতির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম জানান, জুলাই যোদ্ধারা আমাদের সার্ভিসের কাউন্টার বন্ধ করে শ্রমিকদের আটকে রাখে। পরে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সেনা সদস্যরা গিয়ে পরিস্থিতি শান্ত করে। তবে ছাত্ররা বাস চলাচল করতে না দেওয়ায় শ্রমিকরা অবরোধ করেছে।
তিনি আরও জানান, দুপুরের পর থেকে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল হক শামীমের কোনো বাস ইউনাইটেড সার্ভিসে চলবে না। এ আশ্বাসের ভিত্তিতে কর্মসূচি প্রত্যাহার করেছেন বৈষম্যবিরোধী ছাত্ররা।