ঢাকার বিমানবন্দর স্টেশন এলাকার কাছে জামালপুরের তারাকান্দি থেকে ছেড়ে আসা আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনের একটি কোচ লাইনচ্যুত হয়। গতকাল সকাল ৮টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এতে একটি লাইন বন্ধ থাকায় ঢাকাগামী ট্রেনগুলোর ঢাকায় প্রবেশ করতে বিলম্ব হয়। পরে দুপুর ১টা ৫০ মিনিটের দিকে লাইনটি দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ঢাকা রেলওয়ে স্টেশন সূত্র জানায়, ঘটনার পরপরই লাইনচ্যুত কোচের সামনের অংশ ক্যান্টনমেন্ট স্টেশনে এবং পেছনের অংশ টঙ্গী রেলওয়ে স্টেশনে পাঠানো হয়।