দাবি না মানায় ফের তিনদিনের কর্মবিরতি পালন করবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময় পরীক্ষাসহ জরুরি কার্যক্রম ছাড়া ক্লাস ও দাপ্তরিক কাজ বন্ধ থাকবে। গতকাল বিশ্ববিদ্যালয়ের এগ্রনোমি অ্যান্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের শিক্ষক ও আন্দোলনের মুখপাত্র অধ্যাপক আবদুল আলিম এ তথ্য নিশ্চিত করেন।
মুখপাত্র বলেন, ২৪-২৬ আগস্ট জরুরি কার্যক্রম ছাড়া ক্লাস ও দাপ্তরিক কাজ করব না। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে। এর আগে, গত ১৮ আগস্ট পোষ্য কোটাকে প্রাতিষ্ঠানিক সুবিধা অ্যাখ্যা দিয়ে চতুর্থ দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি পালিত হয়েছে। এদিকে কোটা পুনর্বহালের বিরোধিতা করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, পোষ্য কোটার মতো অযৌক্তিক কোটা কোনোভাবেই ফিরে আনতে দেওয়া হবে না। আনতে হলে রক্তের ওপর দিয়ে আনতে হবে। এদিকে গতকাল দুপুরে পোষ্য কোটাকে কেন্দ্র করে চলমান আন্দোলনের বিরোধিতা করে বিক্ষোভ করেছেন শহিদ হবিবুর রহমান হলের কিছু শিক্ষার্থী। তারা বলেন, এ অযৌক্তিক কোটা ফিরতে দেওয়া হবে না। প্রয়োজনে আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। চলমান এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক-শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানে জটিলতা বাড়ছে। ক্যাম্পাস বন্ধের আশঙ্কা করছেন সংশ্লিষ্ট অনেকেই।