খুলনার ডুমুরিয়া উপজেলার আঠারোমাইল এলাকায় শামীম হোসেন (৩৩) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি সাতক্ষীরার তালা ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন- মনিরামপুর উপজেলার কোন্দলপুর গ্রামের ইজাজুল ইসলাম (৪৩) ও তালা উপজেলার বলরামপুর গ্রামের শরিফুল ইসলাম সরদার (৩৮)।
পুলিশ জানায়, শামীমের ঘাড়ের পেছন দিকে গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। এখনো হত্যার কারণ উদ্ঘাটন হয়নি। স্থানীয়রা জানান, সাতক্ষীরার তালা উথালিগ্রাম থেকে প্রায় ২৫ বছর আগে ডুমুরিয়ার আঠারোমাইল এলাকায় এসে বসবাস শুরু করেন শামীমের পরিবার। তার মা রাশিদা বেগম স্থানীয় স্কুলের শিক্ষক ছিলেন। তাদের তিন তলা বাড়ির নিচতলা ভাড়া দেওয়া। দ্বিতীয় তলায় থাকতেন শামীম ও তার পরিবার। ভবনের তিন তলায় কেউ থাকতেন না।
প্রতি রাতেই বহিরাগতদের নিয়ে সেখানে সাউন্ডবক্স বাজিয়ে আনন্দ উল্লাস ও নেশা করতেন শামীম। শামীমের স্ত্রী ফাতেমা আক্তার জানান, ওই রাতে এজাজুল ও শরিফুল নামে দুই ব্যক্তি এসেছিল। পরিবারের সবাই নিচে ছিলেন। ডুমুরিয়া থানার ওসি মাসুদ রানা বলেন, ‘শরিফুল ও আজিজুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পুলিশের একাধিক টিম হত্যার মোটিভ উদ্ধারে কাজ করছে।’