ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে ভিআইপি ও ভিভিআইপি শ্রেণির যাত্রীদের লাগেজ স্ক্রিনিংয়ে অতিরিক্ত মনোযোগ দেওয়া হবে। অতিরিক্ত পদক্ষেপ হিসেবে এখন থেকে উচ্চ ঝুঁকির ব্যাগেজ মেটাল ডিটেক্টর ও এক্স-রে মেশিনে স্ক্যানের পরও ম্যানুয়ালভাবে পরীক্ষা করা হবে।
বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, এভিয়েশন সিকিউরিটি বিভাগের সদস্যদের ইতোমধ্যে সচেতনতামূলক ব্রিফিং ও নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের সার্বক্ষণিক সর্বোচ্চ সতর্কতাবস্থায় রাখা হয়েছে।
সিসিটিভি মনিটরিং টিমকেও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া আগ্নেয়াস্ত্র বহনের ক্ষেত্রে আগাম অনুমতির বাধ্যবাধকতা রাখা হয়েছে এবং সেই অনুমতির তথ্য সুরক্ষিতভাবে সংরক্ষণ করা হবে।
কোনো নিরাপত্তা ভঙ্গের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে তদন্ত কমিটি গঠন করা এবং দ্রুত প্রতিরোধমূলক নির্দেশনা জারি করা হবে।