ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির চেয়ারম্যান রিচার্ড শার্প পদত্যাগ করেছেন। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের জন্য ঋণের ব্যবস্থা করায় শার্পের সম্পৃক্ততা এবং তা গোপন করে সরকারি নিয়োগবিধি ভঙ্গের বিষয়টি স্বাধীন এক তদন্ত প্রতিবেদনে উঠে আসার পর গতকাল তিনি পদত্যাগ করেন। তবে একজন উত্তরসূরি খুঁজে পেতে সরকারকে সময় দেওয়ার জন্য জুনের শেষ পর্যন্ত এই পদে থাকার অনুরোধে রাজি হয়েছেন শার্প। ২০২১ সালের ফেব্রুয়ারিতে বিবিসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান শার্প। কী পরিস্থিতিতে এবং কীভাবে সরকার শার্পকে এ পদের জন্য বেছে নিয়েছিল এবং জনসনকে ঋণ পাইয়ে দিতে তার কী ভূমিকা ছিল, সরকারি নিয়োগসংক্রান্ত পর্যবেক্ষক সংস্থার তদন্তে সেটিই খতিয়ে দেখা হয়েছে। বিবিসি জানায়, ‘কমিশনার ফর পাবলিক অ্যাপয়েন্টমেন্টস’ এর তদন্ত প্রতিবেদনে দেখা গেছে, বিবিসির চেয়ারম্যান পদে আবেদন করার প্রক্রিয়ায় শার্প তার স্বার্থসংশ্লিষ্ট দুটো বিষয় বিবিসি চেয়ারম্যান নির্বাচনী প্যানেলের কাছে প্রকাশ করেননি। এ কাজ করে তিনি সরকারি নিয়োগের ক্ষেত্রে শাসনতান্ত্রিক বিধি ভঙ্গ করেছেন। যদিও এতে বিবিসির চেয়ারম্যান হিসেবে তার নিয়োগ অবৈধ বা অকার্যকর হয়ে যায় না। শার্পের গোপন করা দুটো বিষয়ের একটি হচ্ছে- তিনি ২০২০ সালে বিবিসি বোর্ডের চেয়ারম্যান পদে আবেদন করার আগেই যে তৎকালীন প্রধানমন্ত্রী বরিস জনসনকে এ পদে তার আবেদনের ইচ্ছার কথা জানিয়েছিলেন সে কথা তিনি চেপে গেছেন। আর অপর বিষয়টি হচ্ছে- বিবিসি চেয়ারম্যান পদে নিয়োগ পাওয়ার আগে বরিস জনসনকে ৮ লাখ পাউন্ড ঋণ পাইয়ে দিতে সাহায্য করার বিষয়টি জানাননি শার্প। মূলত ওই ঋণের ব্যবস্থা হওয়ার পরই দ্রুত বিবিসির চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছিলেন শার্প। বিবিসি যখন কোনো চেয়ারম্যান নিয়োগ করে, তখন কে ওই পদে বসবেন সে সিদ্ধান্ত আদতে নিয়ে থাকেন প্রধানমন্ত্রী।
শিরোনাম
- ২৫ মে পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিকদের কর্মবিরতি
- অভয়নগরে বসুন্ধরা শুভসংঘের ফ্রি মেডিক্যাল ক্যাম্প
- ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়া দেশের জন্য যুগান্তকারী সিদ্ধান্ত’
- আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় জয়পুরহাটে আনন্দ মিছিল
- গরমে শরীরচর্চায় খেয়াল রাখবেন যেসব বিষয়
- শ্রীপুরে ছুরিকাঘাতে আহতে যুবকের মৃত্যু, তিন বাড়িতে আগুন
- বছরের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে ঢাকা, জনজীবন দুর্বিষহ
- গরমে প্রাণ জুড়াবে আনারসের পানীয়
- কুষ্টিয়ায় চিকিৎসা ব্যয় কমানোর দাবিতে মানববন্ধন
- প্রধানমন্ত্রীর দুই মেয়াদ শুধু সমাধান না : আসিফ নজরুল
- গরমে দীর্ঘক্ষণ এসিতে থাকলে হতে পারে বিপদ
- প্রাথমিকে দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক দবগুড়ার মোস্তফা কামাল
- জাবি শিক্ষার্থীদের হেপাটাইটিস 'বি' ভ্যাকসিন প্রদানের উদ্যোগ
- সামরিক সংঘাতে পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষতি ২২ গুণ বেশি, দাবি রিপোর্টে
- গরমে বেড়াতে বের হলে সঙ্গে রাখুন ৬ জরুরি জিনিস
- ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি’
- খাগড়াছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কানাডায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উদযাপিত
- ঢাকার প্রতিটি থানা হবে জনগণের: ডিআইজি রেজাউল
- তিন দাবিতে জুলাই গণ-অভ্যুত্থানের আহতরা শাহবাগে
অষ্টম কলাম
বরিসকে ঋণ পাইয়ে দিতে অনিয়ম, পদত্যাগ বিবিসি চেয়ারম্যানের
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর