ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির চেয়ারম্যান রিচার্ড শার্প পদত্যাগ করেছেন। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের জন্য ঋণের ব্যবস্থা করায় শার্পের সম্পৃক্ততা এবং তা গোপন করে সরকারি নিয়োগবিধি ভঙ্গের বিষয়টি স্বাধীন এক তদন্ত প্রতিবেদনে উঠে আসার পর গতকাল তিনি পদত্যাগ করেন। তবে একজন উত্তরসূরি খুঁজে পেতে সরকারকে সময় দেওয়ার জন্য জুনের শেষ পর্যন্ত এই পদে থাকার অনুরোধে রাজি হয়েছেন শার্প। ২০২১ সালের ফেব্রুয়ারিতে বিবিসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান শার্প। কী পরিস্থিতিতে এবং কীভাবে সরকার শার্পকে এ পদের জন্য বেছে নিয়েছিল এবং জনসনকে ঋণ পাইয়ে দিতে তার কী ভূমিকা ছিল, সরকারি নিয়োগসংক্রান্ত পর্যবেক্ষক সংস্থার তদন্তে সেটিই খতিয়ে দেখা হয়েছে। বিবিসি জানায়, ‘কমিশনার ফর পাবলিক অ্যাপয়েন্টমেন্টস’ এর তদন্ত প্রতিবেদনে দেখা গেছে, বিবিসির চেয়ারম্যান পদে আবেদন করার প্রক্রিয়ায় শার্প তার স্বার্থসংশ্লিষ্ট দুটো বিষয় বিবিসি চেয়ারম্যান নির্বাচনী প্যানেলের কাছে প্রকাশ করেননি। এ কাজ করে তিনি সরকারি নিয়োগের ক্ষেত্রে শাসনতান্ত্রিক বিধি ভঙ্গ করেছেন। যদিও এতে বিবিসির চেয়ারম্যান হিসেবে তার নিয়োগ অবৈধ বা অকার্যকর হয়ে যায় না। শার্পের গোপন করা দুটো বিষয়ের একটি হচ্ছে- তিনি ২০২০ সালে বিবিসি বোর্ডের চেয়ারম্যান পদে আবেদন করার আগেই যে তৎকালীন প্রধানমন্ত্রী বরিস জনসনকে এ পদে তার আবেদনের ইচ্ছার কথা জানিয়েছিলেন সে কথা তিনি চেপে গেছেন। আর অপর বিষয়টি হচ্ছে- বিবিসি চেয়ারম্যান পদে নিয়োগ পাওয়ার আগে বরিস জনসনকে ৮ লাখ পাউন্ড ঋণ পাইয়ে দিতে সাহায্য করার বিষয়টি জানাননি শার্প। মূলত ওই ঋণের ব্যবস্থা হওয়ার পরই দ্রুত বিবিসির চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছিলেন শার্প। বিবিসি যখন কোনো চেয়ারম্যান নিয়োগ করে, তখন কে ওই পদে বসবেন সে সিদ্ধান্ত আদতে নিয়ে থাকেন প্রধানমন্ত্রী।
শিরোনাম
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
- আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
- দৈনিক কোটি টাকার চাঁদাবাজি
- আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি বেড়েছে ২১০০ কোটি টাকা
- এবার নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- পিআর : দেশ কতটা প্রস্তুত
- বাবার হাত ছেড়ে রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় সন্তানের মৃত্যু
- বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসিড নিক্ষেপ, দুই নারী ও শিশু দগ্ধ
- এনএসডিএ'র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন
- নারী পাচারে টোপ ‘ভালো চাকরি’
- মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, হাসপাতালে তরুণের মৃত্যু
- মাতুয়াইলে ১০ তলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : মাহফুজ আলম
- জাপানে ভূমিকম্পের মধ্যে সমুদ্রে ‘অদ্ভুত গর্জন’ শোনার দাবি
- ফ্যাসিস্টদের পুশইন করুন, বিচার করতে প্রস্তুত আমরা : নাহিদ
- শাকিবের আগামী ঈদের সিনেমা চূড়ান্ত
- এবার ‘ট্রাম্প সুগন্ধি’ বাজারে, বিতর্ক
- মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেফতার
- পারমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ইরানের
- তিতাসে পাওনা টাকা নিয়ে রাজমিস্ত্রিকে রড দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২
অষ্টম কলাম
বরিসকে ঋণ পাইয়ে দিতে অনিয়ম, পদত্যাগ বিবিসি চেয়ারম্যানের
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর