বুধবার, ৭ জুন, ২০২৩ ০০:০০ টা

পুলিশ পরিদর্শকের রহস্যজনক মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পুলিশ ক্যাম্পে ইনচার্জ (পরিদর্শক) মোয়াজ্জেম হোসেনের (৫৭) রহস্যজনক মৃত্যু হয়েছে। ক্যাম্পের সিঁড়ি থেকে গতকাল অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মোয়াজ্জেম হোসেন টাঙ্গাইলের ঘাটাইল থানার বাদে আমজাদি গ্রামের হাসান আলীর ছেলে। জিএমপি উপপুলিশ কমিশনার ইলতুৎমিশ জানান, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আসামি আনা-নেওয়ার জন্য কারা ক্যাম্পাসে পুলিশ সদস্যদের একটি ক্যাম্প (ব্যারাক) আছে। চারতলা ভবনের ওই ব্যারাকে পুলিশের ২৩ সদস্য কর্মরত আছেন। ব্যারাকের ইনচার্জ ছিলেন মোয়াজ্জেম। তিনি চারতলার একটি কক্ষে থাকতেন। সোমবার ডিউটি শেষে বিকালে মোয়াজ্জেম ক্যাম্পে আসেন। প্রচ- গরমের কারণে তিনি ক্যাম্প ভবনের ছাদে যান। এরপর রাত পেরিয়ে গেলেও তার সাড়াশব্দ পাওয়া যায়নি। গতকাল সকালে সহকর্মীরা তাকে রুমে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ক্যাম্পের ছাদে যাওয়ার সিঁড়িতে ইউনিফর্ম পড়া অবস্থায় অচেতন পড়ে থাকতে দেখেন। উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলে নিলে চিকিৎসক মোয়াজ্জেমকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক রফিকুল ইসলাম জানান, ওই পুলিশ পরিদর্শককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না। কাশিমপুর কেন্দ্রীয় কারগার-২-এর ডেপুটি জেলার স্বপন কুমার ঘোষ বলেন, বিষয়টি আমাদের জানা নেই।

সর্বশেষ খবর