চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন এলাকায় খাবারের খোঁজে জঙ্গল থেকে আসা শিয়ালের কামড়ে নয়জন আহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় লোকজন শিয়ালটিকে পিটিয়ে হত্যা করেছে। গতকাল ভোরে বারখাইন ইউনিয়নের ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতরা হলেন- হাসিনা আক্তার (৬৫), মো. হাশেম (৪৯), নেহা আক্তার (৩৭), তানজিনা আক্তার (৩৬), জোসনা আক্তার (৩২), রাজীব (৪২), মো. মনির (২০), নূর আয়েশা (৬০) ও জান্নাতুল ফেরদৌস (৩৬)। আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. আফরোজা শারমিন জানান, সাতজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তারা বাড়িতে চলে গেছেন, হাসপাতালে ভর্তি করতে হয়নি। স্থানীয়রা জানান, পাশের জঙ্গল থেকে এসে হঠাৎ শিয়ালটি রাস্তায় পথচারীদের কামড়াতে থাকে। একপর্যায়ে ঘরে ঢুকে কয়েকজনকে কামড় দেয়। গ্রামের লোকজন শিয়ালটিকে ধাওয়া দিয়ে পিটিয়ে মেরে ফেলেন।