গাজীপুর সদর উপজেলায় আহত একটি মেটে মাথা কুড়া ঈগল উদ্ধার করে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে বনবিভাগের কর্মকর্তারা। বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি এলাকা থেকে আহত অবস্থায় ঈগলটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, মেম্বারবাড়ি এলাকায় একটি আহত ঈগল কৃষি খেতে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন বনবিভাগের কর্মকর্তাদের খবর দেয়। পরে খবর পেয়ে ভাওয়াল রেঞ্জের ভবানীপুর বিট কর্মকর্তারা ঈগলটিকে উদ্ধার করে ভাওয়াল রেঞ্জ অফিসে নিয়ে যায়। পরে ঈগলটি চিকিৎসার জন্য অসুস্থ অবস্থায় গতকাল গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ ঢাকা বিভাগের ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা মাসুদ রানা জানান, স্থানীয়রা আহত অবস্থায় একটি ঈগল পড়ে থাকতে দেখে আমাদের খবর দেয়। পরে মেম্বারবাড়ি এলাকা থেকে উদ্ধার করে অফিসে নিয়ে আসা হয়। এ সময় মেটে মাথা কুড়া ঈগলটির ডানায় একটি আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে কৃষি জমিতে খাবার খাওয়ার সময় মাছ ধরার জালে আটকে যায়। এতে ঈগলটি ডানায় আঘাত পেয়ে আহত হয়। তিনি আরও জানান, ঈগলটির পায়ে একটি রিং রয়েছে। মূলত যারা লাইসেন্স নিয়ে বন্যপ্রাণী লালন-পালন করে সে সব ঈগলের পায়ে এ ধরনের রিং থাকে। তবে এটি কোথাও থেকে ছুটে এসেছে কি না তা খতিয়ে দেখা হবে। ঈগলটি আহত হওয়ার কারণে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসার জন্য গতকাল সকালে সাফারি পার্কে পাঠানো হয়েছে। জানা যায়, মেটে মাথা কুড়া ঈগলের (Grey headed Fish Eagle) বা মেছো ঈগল সুন্দরবন ও উপকূল অঞ্চলেও সীমিত পরিসরে এদের দেখা যায়। সাধারণত মিঠা পানির জলাধারের আশপাশে এরা জোড়া ধরে বাস করে। বছরের পর বছর একই গাছে বাসা বাঁধে। পাখিটি অত্যন্ত দক্ষ শিকারি; প্রধানত মাছ খায়, তবে সাপ, ছোট পাখি, খরগোশও এর খাদ্য তালিকায় রয়েছে।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        