ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন ঢাকায় ও তিনজন ঢাকা সিটির বাইরে মারা গেছেন। এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২ হাজার ১৫৩ জন। গতকাল স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন মোট ৮৭৯ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ৫৯০ জন ও ঢাকার বাইরে ২৮৯ জন মারা গেছেন। চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৮১ হাজার ৮৫২ জন। দেশে ডেঙ্গুর বিস্তার শুরুর পর থেকে চলতি বছরেই সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৬১.১ ভাগ পুরুষ ও ৩৮.৯ ভাগ নারী। এ বছর সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে আগস্ট মাসে। এক মাসেই আক্রান্ত হন ৭১ হাজার ৯৭৬ জন। চলতি মাসের ২২ দিনে আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ৪৪ জন।