সাংগঠনিকভাবে চট্টগ্রামে বিএনপি এখনো সোজা হয়ে দাঁড়াতে পারেনি। নির্বাচনের আগের নানা হয়রানি ও মামলায় বেহাল অবস্থায় নেতা-কর্মীরা। যার কারণে দলীয় কার্যালয়মুখী হতে দেখা যাচ্ছে না তাদের। তবে মামলা ও হয়রানি মোকাবিলা করেই অনেকে দলের কর্মসূচিতে অংশ নিচ্ছেন। কিন্তু তৃণমূল পর্যায়ের দলটির বিশাল একটি অংশ এখনো আত্মগোপনে দিনযাপন করছেন। যার কারণে দলের কর্মসূচিতে অংশ নিতে পারছেন না তারা। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, গত তিন মাসে চলমান আন্দোলন কর্মসূচি ঘিরে যে মিথ্যা ও সাজানো মামলা করা হয়েছে, তা বিরল ঘটনা। মিথ্যা ভিত্তিহীন এসব মামলার কারণে নেতা-কর্মীরা প্রকাশ্যে আসছেন না। আমরা দলীয়ভাবে এসব মামলায় জামিন ও আইনিভাবে তাদের সহযোগিতা করছি। এসব মামলায় জামিন পাওয়ার পর আর কোনো হয়রানি পোহাতে হবে না, তখন নেতা-কর্মীরা ধীরে ধীরে দলীয় কার্যালয়মুখী হবে। এখনো দলীয় কর্মসূচি বাস্তবায়নে নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন। পাঁচলাইশ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন বলেন, পুলিশি হয়রানি ও মামলা-মোকদ্দমা উপেক্ষা করে দলীয় কর্মসূচিতে নেতা-কর্মীরা অংশ নিচ্ছেন। মামলার কারণে তৃণমূল পর্যায়ে কিছুটা সমস্যা হলেও এখন তা ঠিক হয়ে গেছে। যার কারণে নেতা-কর্মীরা আবারও নতুনভাবে সক্রিয় হচ্ছেন। জানা যায়, ১০ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের পর চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সিনিয়র নেতা থেকে শুরু করে মধ্যমসারির নেতারা আত্মগোপনে চলে যান। এরপর হরতাল অবরোধ কর্মসূচি ঘোষণা করা হলেও বেশির ভাগ নেতাই ছিলেন দৃশ্যপটের বাইরে। এই সময়ে দলের কর্মসূচি বাস্তবায়ন করেছেন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা। যার কারণে অক্টোবর থেকে নির্বাচনের পর পর্যন্ত এখনো তারা নানাভাবে হয়রানি ও মামলার শিকার হয়েছেন। অনেকে অক্টোবর থেকে এখনো পরিবার, ব্যবসা-বাণিজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে আত্মগোপনে আছেন। আত্মগোপনে থেকে দলীয় কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। এ সময়ে নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় জামিন নেওয়ার জন্য এখন তদবির ও চেষ্টা করছেন। এলাকায় গিয়ে যেন কোনো ধরনের পুলিশি ঝামেলা পোহাতে না হয়- সেজন্য জামিন নেওয়ার আগে প্রকাশ্যে আসতে নারাজ নেতা-কর্মীরা।
শিরোনাম
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
সারা দেশে বিএনপির হালচাল
কার্যালয়বিমুখ নেতা-কর্মীরা
চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর