সাংগঠনিকভাবে চট্টগ্রামে বিএনপি এখনো সোজা হয়ে দাঁড়াতে পারেনি। নির্বাচনের আগের নানা হয়রানি ও মামলায় বেহাল অবস্থায় নেতা-কর্মীরা। যার কারণে দলীয় কার্যালয়মুখী হতে দেখা যাচ্ছে না তাদের। তবে মামলা ও হয়রানি মোকাবিলা করেই অনেকে দলের কর্মসূচিতে অংশ নিচ্ছেন। কিন্তু তৃণমূল পর্যায়ের দলটির বিশাল একটি অংশ এখনো আত্মগোপনে দিনযাপন করছেন। যার কারণে দলের কর্মসূচিতে অংশ নিতে পারছেন না তারা। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, গত তিন মাসে চলমান আন্দোলন কর্মসূচি ঘিরে যে মিথ্যা ও সাজানো মামলা করা হয়েছে, তা বিরল ঘটনা। মিথ্যা ভিত্তিহীন এসব মামলার কারণে নেতা-কর্মীরা প্রকাশ্যে আসছেন না। আমরা দলীয়ভাবে এসব মামলায় জামিন ও আইনিভাবে তাদের সহযোগিতা করছি। এসব মামলায় জামিন পাওয়ার পর আর কোনো হয়রানি পোহাতে হবে না, তখন নেতা-কর্মীরা ধীরে ধীরে দলীয় কার্যালয়মুখী হবে। এখনো দলীয় কর্মসূচি বাস্তবায়নে নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন। পাঁচলাইশ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন বলেন, পুলিশি হয়রানি ও মামলা-মোকদ্দমা উপেক্ষা করে দলীয় কর্মসূচিতে নেতা-কর্মীরা অংশ নিচ্ছেন। মামলার কারণে তৃণমূল পর্যায়ে কিছুটা সমস্যা হলেও এখন তা ঠিক হয়ে গেছে। যার কারণে নেতা-কর্মীরা আবারও নতুনভাবে সক্রিয় হচ্ছেন। জানা যায়, ১০ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের পর চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সিনিয়র নেতা থেকে শুরু করে মধ্যমসারির নেতারা আত্মগোপনে চলে যান। এরপর হরতাল অবরোধ কর্মসূচি ঘোষণা করা হলেও বেশির ভাগ নেতাই ছিলেন দৃশ্যপটের বাইরে। এই সময়ে দলের কর্মসূচি বাস্তবায়ন করেছেন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা। যার কারণে অক্টোবর থেকে নির্বাচনের পর পর্যন্ত এখনো তারা নানাভাবে হয়রানি ও মামলার শিকার হয়েছেন। অনেকে অক্টোবর থেকে এখনো পরিবার, ব্যবসা-বাণিজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে আত্মগোপনে আছেন। আত্মগোপনে থেকে দলীয় কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। এ সময়ে নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় জামিন নেওয়ার জন্য এখন তদবির ও চেষ্টা করছেন। এলাকায় গিয়ে যেন কোনো ধরনের পুলিশি ঝামেলা পোহাতে না হয়- সেজন্য জামিন নেওয়ার আগে প্রকাশ্যে আসতে নারাজ নেতা-কর্মীরা।
শিরোনাম
- টাকার বস্তা নিয়ে হাসিনা তার আত্মীয়-স্বজনকে ভাগিয়ে দিয়েছে : এ্যানি
- ঢাকা ও আশপাশের জেলায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
- বিচারকের ছেলে তাওসিফের মৃত্যু অতিরিক্ত রক্তক্ষরণে : ময়নাতদন্তকারী চিকিৎসক
- পরমাণু সাবমেরিন তৈরির ব্যাপারে সম্মত দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র
- গণভোটে আইন প্রণয়ন হয়ে যাবে না, সেজন্য সংসদ গঠিত হতে হবে : সালাহউদ্দিন
- কিয়েভে ক্ষেপণাস্ত্র-ড্রোনের বড় হামলা চালিয়েছে রাশিয়া
- জেমস ও পাকিস্তানের আলী আজমতের কনসার্ট স্থগিত
- সংবিধান সংশোধনে ক্ষুব্ধ হয়ে পাকিস্তান সুপ্রিম কোর্টের দুই বিচারপতির পদত্যাগ
- সমবায় অধিদপ্তরের নতুন ডিজি ইসমাইল হোসেন
- জাপোরিঝিয়ায় সম্মুখযুদ্ধের সৈন্যদের সঙ্গে দেখা করলেন জেলেনস্কি
- রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা
- কাঠামোগত সংস্কারে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি : আইএমএফ
- ট্রাম্পের কাছে তথ্যচিত্রের জন্য ক্ষমা চেয়েছে বিবিসি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
- বাসে আগুন দিয়ে করছিলেন ভিডিও, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু
- ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
- শাকসু নির্বাচন বানচালের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা
- নওগাঁয় বিএনপিতে যোগ দিল আরও ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
- প্রশাসন নিশ্চুপ থাকলে বিপদ আরও বাড়বে : গয়েশ্বর