২৫ ডিসেম্বর খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদ্য়াপিত হতে যাচ্ছে। এ ছাড়া ইংরেজি ক্যালেন্ডারের শেষ দিন ৩১ ডিসেম্বর দেশব্যাপী থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা হবে। এই দুটি বড় উৎসব ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মহানগরীতে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
গতকাল রাজধানীর মিন্টো রোডে ডিএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় তিনি এসব কথা জানান। বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে ডিএমপির নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনাসংক্রান্ত এই সমন্বয় সভা হয়। ডিএমপি কমিশনার বলেন, ‘উৎসবগুলো শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আমরা সম্মানিত নগরবাসীর কাছে সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করছি।’ এদিকে গতকাল রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) সদস্য-সন্তানদের শিক্ষাবৃত্তি ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, ‘জুলাই-আগস্টে ধ্বংসযজ্ঞ ও নানা ধরনের ক্ষয়ক্ষতির জন্য ঢাকাবাসীর কাছে আমি ক্ষমাপ্রার্থী। অতীতে কয়েকটি আন্দোলনে হেলমেট বাহিনী হামলা করেছে। ৫ আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই হেলমেট বাহিনীর অবসান ঘটেছে। কোনো মানুষকেই পুলিশ নির্যাতন করতে পারে না, হামলা করতে পারে না। আমরা সেবা করতে চাই।’ অনুষ্ঠানে ক্র্যাব সভাপতি কামরুজ্জামান খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সিনিয়র নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন প্রমুখ। ক্র্যাব মিলনায়তনে অনুষ্ঠানে ক্র্যাব পরিবারের ৬ সদস্যের সন্তানকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ায় বৃত্তি প্রদান এবং ক্র্যাব বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ১০টি ইভেন্টে ৩২ জনকে পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।