‘ওয়াহিদ, কাদের, মাহফুজ শহীদদের-আমরা তোমায় ভুলি নাই’ এই স্লোগানকে সামনে রেখে গতকাল যথাযথ মর্যাদায় বড়াইবাড়ী দিবস পালিত হয়। ২৫ বছর আগে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বড়াইবাড়ী সীমান্তে তৎকালীন বিডিআর সদস্য ও গ্রামবাসীর সঙ্গে বিএসএফ সদস্যদের সংঘর্ষের ঘটনাটি ঘটে। দিনটি উপলক্ষে গতকাল এলাকাবাসীর উদ্যোগে সকাল ১০টায় বড়াইবাড়ী সীমান্তে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, র্যালি, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাবেক এমপি রুহুল আমিন। বক্তব্য রাখেন ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান বীরপ্রতীক (অব.) কর্নেল মো. জয়নাল আবেদীন (অব.), কর্নেল মো. জাকারিয়া হোসেন (অব.), লে. লেখক সাংবাদিক আবু রুশদ (অব.), মেজর মো. জামাল হায়দার (অব.), মেজর মো. আবদুর রব (অব.), বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. তসলিম উদ্দিন, জেলা বিএনপির সদস্য আলহাজ মো. আজিজুর রহমান, রাজীবপুর উপজেলা বিএনপি আহ্বায়ক মো. মোখলেছুর রহমান, প্রধান শিক্ষক মো. আহসানুল হক সাদা, মো. রেজাউল ইসলাম রিজু ও ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক। অনুষ্ঠানে সেনাবাহিনী ও বিডিআরের ৪০ জন উচ্চ পদস্থ কর্মকর্তা, স্থানীয় সামাজিক সংগঠন, সাংবাদিক ও সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি কর্নেল মো. জয়নাল আবেদীন (অব.) বলেন, দেশপ্রেমিক বিজিবির আটজন সদস্য এলাকাবাসীর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সেদিন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে পরাজয়বরণ করতে বাধ্য করেছিলেন। সেই সাহসী ভূমিকা ও ঐক্যবদ্ধতা ধরে রেখে সীমান্তে নজর রাখতে হবে। যাতে কেউ অন্যায়ভাবে চোখ তুলে তাকাতে না পারে। লে. লেখক সাংবাদিক আবু রুশদ (অব.) বলেন, ষোল বছর একটা সরকার ছিল তখন সেনাবাহিনীদের মূল্যায়ন করত না এবং আমার অফিসারদের কোনো দিবস তেমনভাবে পালন করতে দিত না। তারা ভারত কর্তৃক নতোজানু ছিল। বিভিন্ন গোয়েন্দা সংস্থা দিয়ে আমাদের চাপ দিত তাই এই বড়াইবাড়ী দিবসটিতে আসতে পারিনি। এখন সেই পরিবেশ নেই তাই আমরা অংশ গ্রহণ করেছি। এ সময় সাবেক সেনা কর্মকর্তারা বড়াইবাড়ী দিবসকে জাতীয়ভাবে স্বীকৃতি আহত ও নিহত পরিবারের সদস্যদের বীরের মর্যাদা দেওয়ার দাবি জানান। প্রসঙ্গ, ২০০১ সালের ১৮ এপ্রিল ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ বড়াইবাড়ী গ্রামে প্রবেশ করে নারকীয় তাণ্ডব চালায়। এতে বিডিআর ও গ্রামবাসী একত্র হয়ে বিএসএফকে প্রতিরোধ করে। একপর্যায়ে ব্যর্থ হয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এতে নিহত হয় বাংলাদেশের তিন বীর বিডিআর জওয়ান। এ সময় ভারতীয় পক্ষে নিহত হয় ১৬ বিএসএফ সদস্য। সেই থেকে ঐতিহাসিক এই দিনটিকে পালন করা হয় ‘বড়াইবাড়ী দিবস’ হিসেবে। এ দিবসটি সরকারিভাবে স্বীকৃতি না দেওয়ায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকাবাসীর মধ্যে। তবে বক্তারা দ্রুত দিবসটিকে জাতীয় স্বীকৃতি দেওয়ার আশ্বাস দেন।
শিরোনাম
- উচ্চতর গ্রেড পাবেন সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরা
- শেরপুর সীমান্তে লোকালয়ে হাতি, বাড়ছে মানুষ ও বন্যপ্রাণির দ্বন্দ্ব
- আসছে ‘নাগরিক সেবা বাংলাদেশ’, এক ঠিকানায় মিলবে সব সেবা
- বিএনপির ৩১ দফা প্রচারে ঝিনাইদহে লিফলেট বিতরণ
- রাজশাহীতে রেললাইনের পাশে পড়েছিল শ্রমিকের মরদেহ
- হাজিদের সঙ্গে প্রতারণার অভিযোগে ৪ চীনা নাগরিক গ্রেফতার
- শিক্ষার্থীদের ৫০০ টাকায় বিটিসিএলের ১৫ এমবিপিএস ইন্টারনেটে
- হলোকাস্ট বোর্ড থেকে কমলা হ্যারিসের স্বামীকে বরখাস্ত করলেন ট্রাম্প
- অভিনেতা সিদ্দিকের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ
- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক আনসার উদ্দিন
- ভারতে মন্দিরের দেয়াল ধসে ৮ জনের মৃত্যু
- ‘যখন বুঝতে পারলাম কী হচ্ছে, তখন চিৎকার শুরু করি’
- রমনা বটমূলে বোমা হামলা মামলার হাইকোর্টের রায় ৮ মে
- সালমান-আনিসুল-মামুন ফের রিমান্ডে
- শ্রমিক অসন্তোষে গাজীপুরে দুই কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
- সূচকের ওঠানামায় পুঁজিবাজারে চলছে লেনদেন
- রাজধানীতে ছুটির ৩ দিনে তিন জনসমাবেশ
- চকলেটের লোভ দেখিয়ে শিশুকে যৌন নিপীড়ন, বৃদ্ধ গ্রেপ্তার
- চেহারায় পরিবর্তন আনতে গিয়ে বিপর্যস্ত অস্ট্রেলীয় টিকটকারের জীবন
- দুবাইয়ে ভালোবাসায় সিক্ত ‘ক্যাফে ২১’