বাংলাদেশে বিনিয়োগ করতে এসে প্রতারিত হয়ে জাপানি কোম্পানি নিপ্পনের অঙ্গপ্রতিষ্ঠান এনএসিএসবিডিডট লিমিটেড নিঃস্ব হয়ে বিনিয়োগ প্রত্যাহার করে দেশ ছাড়ার হুমকি দিয়েছে। বাংলাদেশি এজেন্ট এবং তাদেরই নিয়োগ করা এক ব্যক্তির প্রতারণার শিকার হয় তারা। এর প্রতিকার চেয়ে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের কাছে সহায়তা চেয়েও কোনো সমাধান পায়নি। এমনকি মামলা মোকদ্দমায় ত্যক্তবিরক্ত হয়ে এখন প্রতিষ্ঠানটি বাংলাদেশ থেকে বিনিয়োগ প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। মামলার কাগজপত্র ঘেঁটে জানা গেছে, এই কোম্পানি ২০১৫ সালে সর্বপ্রথম এ দেশে বিনিয়োগ করে ব্যবসা পরিচালনা শুরু করে। কোম্পানির বাংলাদেশ অংশের জন্য খোরশেদ আলম (মাইকেল) নামের এক ব্যক্তিকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ করে। যার পাসপোর্ট নম্বর বিআর ০৩২৪২৬১। কোম্পানির এমডি হয়েও খোদ এই খোরশেদ আলম জাপানি এই কোম্পানির সঙ্গে জালিয়াতি ও প্রতারণার আশ্রয় নিয়ে কোম্পানির নামে ক্রয় করা ফ্ল্যাট ও গাড়ি নিজের নামে লিখে নেওয়ার সব আয়োজন সম্পন্ন করেন। শুধু তাই নয়, আড়াইহাজার ইকোনমিক জোনে কোম্পানির একটি নিজস্ব কারখানা স্থাপনের জন্য জমি ক্রয়ের কথা বলে জাপানি এই কোম্পানির কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। এসব ঘটনা টের পেলে নিপ্পন এয়ারকন্ডিশনিং সার্ভিস কোম্পানি লিমিটেড খোরশেদ আলমকে বরখাস্ত করে তার বিরুদ্ধে ঢাকার নিম্ন আদালতে প্রতারণা ও জালিয়াতির মামলা করে। মামলা নম্বর ৬১৩/২০২২। যা পরবর্তীতে পিবিআইকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। পিবিআই তদন্তের পর খোরশেদ আলমকে প্রতারক ও জালিয়াত চিহ্নিত করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। এই মামলা মোকাবিলার জন্য কোর্টে হাজিরা দিতে একধিকবার ঢাকা সফর করেছেন নিপ্পন এয়ারকন্ডিশনিং সার্ভিস কোম্পানি লিমিটেডের পরিচালক কায়োরি ফানহাসি। তিনি কয়েকবার ঢাকা সফর করে কোর্টে হাজিরা দিয়ে এ সমস্যার কোনো সমাধান পাননি। ব্যর্থ হয়ে সবশেষ তিনি গত ২১ এপ্রিল জাপান ফিরে যান। খোরশেদ আলমের জালিয়াতির কথা জানতে পেরে এই কোম্পানির বাংলাদেশ অংশের জন্য খোরশেদ আলমকে বরখাস্ত করে তার বিরুদ্ধে মামলাও করে নিপ্পন কর্তৃপক্ষ। পাঁচ বছরেরও বেশি সময় ধরে মামলা মোকদ্দমায় ত্যক্ত বিরক্ত হয়ে কোম্পানি এখন বাংলাদেশ থেকে বিনিয়োগ প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে। আমিন ল্যান্ডস্কেপ নামের একটি কোম্পানির কাছ থেকে অফিস স্পেস কেনার জন্য ১ কোটি ৬০ লাখ পরিশোধ করেছে নিপ্পন অঙ্গপ্রতিষ্ঠান। কিন্তু সেই কোম্পানি ফ্ল্যাট বুঝে দেয়নি গত ৫ বছরেও। বরখাস্ত হওয়া সাবেক এমডি খোরশেদ আলম আমিন ল্যান্ডস্কেপের মালিক মো. হেলালউদ্দিন ও এ কে এম সামসুদ্দিনের সঙ্গে যোগাসাজশ করে ফ্ল্যাটের টাকা হাতিয়ে নেওয়ার পাঁয়তারা করছেন বলে জানান এনএসিএসবিডিডট লিমিটেডের বর্তমান এমডি আরিফ হোসেন ভুইয়া। এই আমিন ল্যান্ডস্কেপের নামেও জালিয়াতির মামলা করেছে নিপ্পন কর্তৃপক্ষ। মামলা নম্বর সি আর ১০৪/২০২৫। বিদেশি বিনিয়োগের কথা বিবেচনা নিয়ে মামলাটি সরাসরি আমলে নেন আদালত। আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়। কিন্তু অজানা কারণে তাদেরকে গ্রেপ্তার করছে না পুলিশ। অবশ্য তারা স্বেচ্ছায় আত্মপক্ষ সমর্পণের কথা জানিয়ে হাজিরা দেওয়ার কথা বললেও এখনো পলাতক রয়েছেন বলে জানা গেছে। এ প্রসঙ্গে খোরশেদ আলম মাইকেল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমি তো নিজেই এই কোম্পানির মালিক ছিলাম। আমি কারও সঙ্গে প্রতারণা করিনি। নিপ্পন একটি জাপানি কোম্পানি এখানে আপনার কত শতাংশ শেয়ার আছে- জানতে চাইলে অপেশাদার নানা রকম অকথ্য ভাষায় গালাগাল করে ফোনের লাইন কেটে দেন মাইকেল। এরপর কয়েকবার কল দিলেও তিনি আর রিসিভ করেননি।
শিরোনাম
- মুস্তাফিজকে নিয়ে আলাদা পরিকল্পনা সাজাচ্ছে শ্রীলঙ্কা
- ইনসাফভিত্তিক মানবিক দেশ প্রতিষ্ঠার এখনই সময়: তারেক রহমান
- রেকর্ড রেমিট্যান্স প্রবাহে রিজার্ভ বেড়ে ৩১.৬৮ বিলিয়ন ডলার
- জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পেল পাকিস্তান
- কনটেইনার হ্যান্ডলিংয়ে ৪৮ বছরের রেকর্ড ভাঙল চট্টগ্রাম বন্দর
- সিলেটে পাথর শ্রমিকদের বিক্ষোভে গাড়ি ভাঙচুর
- টাইগারদের সামনে দশম থেকে নবম স্থানে ওঠার সুযোগ
- পর্তুগাল-স্পেনে ৪৬ ডিগ্রি তাপমাত্রা, জনজীবনে অস্বস্তি
- জুলাই শহীদের তালিকায় আরও ১০ শহীদের নাম
- ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগ নেতাকে পিটুনি
- আগামী সপ্তাহের যেকোনও সময় গাজায় যুদ্ধবিরতি: ট্রাম্প
- গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৫১
- ‘নারীকে অধিকারহীন রেখে কোনভাবেই রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়’
- আদালতে সাবেক সিইসি নুরুল হুদার দায় স্বীকার
- চট্টগ্রামে আরও ১৫ জনের করোনা শনাক্ত
- মাগুরায় আন্তঃজেলা চোর চক্রের ৮ সদস্য গ্রেপ্তার
- স্কুলছাত্র-পর্যটক-রিসোর্টে মাদক সরবরাহকারী আটক
- ৫০ হাজার ইয়াবাসহ কাঠের নৌকা জব্দ
- আখাউড়ায় ট্রেনের টিকিটসহ কালোবাজারি গ্রেপ্তার
- ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, ইরানে আইন পাস
জাপানি বিনিয়োগকারী নিপ্পনের সঙ্গে প্রতারণা
মানিক মুনতাসির
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর