পুলিশকে উদ্দেশ করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বক্তব্যে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। পুলিশ বলেছে, এই বক্তব্য অপরাধমূলক ও জনশৃঙ্খলা বিনষ্টকারী। এ ধরনের বক্তব্য পুনর্গঠিত পুলিশের মনোবল ভেঙে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে।
গতকাল গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে উল্লেখ করা হয়, ৯ মে দুপুরে রাজধানীর পল্টন মোড়ে গণঅধিকার পরিষদের অননুমোদিত কর্মসূচি ও মিছিলের কারণে রাজধানীর ব্যস্ত সড়কে জনভোগান্তি দেখা দিলে তা প্রতিরোধে কর্তব্যরত পুলিশ সদস্যরা মিছিলে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বাংলাদেশ পুলিশকে উদ্দেশ করে বলেন, ‘এই অন্তর্র্বর্তী সরকারের পুলিশ আমাদের গায়ে হাত দিলে ওই হাত আর আস্ত রাখব না। পরিষ্কার কথা, ওই যাত্রাবাড়ীতে যেমনিভাবে জনতা পুলিশকে মেরে ব্রিজে ঝুলিয়ে রেখেছিল, এই গণঅধিকার পরিষদের কোনো নেতা এবং গণ অভ্যুত্থানের কোনো নেতা-কর্মীর গায়ে হাত তোলা হলে ওই ভাবে ঝুলিয়ে দেওয়া হবে।’ বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, প্রায় দুই সপ্তাহ আগের একটি বক্তব্য তাৎক্ষণিক ভাইরাল না হয়ে দুই সপ্তাহ পর প্রচুর পরিমাণে শেয়ার হওয়া এবং একটি উদীয়মান ও প্রগতিশীল রাজনৈতিক দলের সভাপতির কাছ থেকে বাংলাদেশ পুলিশ সম্পর্কে এ ধরনের হেয়প্রতিপন্ন বক্তব্যে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন গভীরভাবে উদ্বিগ্ন। এ ধরনের বক্তব্য পুনর্গঠিত পুলিশের মনোবল ভেঙে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারে।