দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সিমেবি) দুই নারী কর্মকর্তাকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। গতকাল দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে ওই দুই কর্মকর্তা জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক রোকনুজ্জামান তাদের আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
আদালতে আত্মসমর্পণ করা দুই কর্মকর্তা হলেন- বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রশাসনিক কর্মকর্তা দেবশ্রী রানী দাস ও তামান্না ফিরোজী।
দুদকের পাবলিক প্রসিকিউটর লুৎফুল কিবরিয়া শামীম জানান, চার্জশিটভুক্ত ২৭ নম্বর আসামি দেবশ্রী রানী দাস এবং ৪৪ নম্বর আসামি তামান্না ফিরোজী আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিচারক আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে চলতি বছরের ২৪ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের নিয়োগ দুর্নীতির মামলায় সাবেক উপাচার্য ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রারসহ ৫৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।