রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে নিরাপত্তার দাবিতে ক্লাস বর্জন ও কর্মবিরতিতে নেমেছেন শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা। গতকাল সকালে কর্মবিরতির ঘোষণা দেয় হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের সংগঠন ইন্টার্ন ডক্টরস সোসাইটি। একাত্মতা প্রকাশ করে ক্লাস বর্জন করেন কলেজের শিক্ষার্থীরাও।
ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি ডা. ইফতেখার উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, ‘ক্যাম্পাস ও হাসপাতালে চলমান নিরাপত্তাহীন পরিবেশের প্রতিবাদে সকাল থেকে কর্মবিরতি পালন করেছি।’
সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী ইমতিয়াজ উদ্দিন নাদিম বলেন, ‘আমাদের ক্যাম্পাসে কে বহিরাগত আর কে ছাত্র তা বোঝার উপায় নেই। এখানে প্রচুর বাইরের লোকজন এসে ঘোরাফেরা করে। প্রিন্সিপালের কাছে কোনো আশ্বাস না পাওয়ায় ক্লাস বর্জন করেছি।’
ক্যাম্পাসের নিরাপত্তার দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ থেকে আট দফা দাবিতে স্মারকলিপি দেওয়া হয়। দাবিগুলোর মধ্যে প্রতিদিন ২৪ ঘণ্টা আনসারদের ডিউটি, সশস্ত্র ও নারী আনসার নিয়োগ, হাসপাতালের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, মিটফোর্ড হাসপাতালে পুলিশ বক্স স্থাপন অন্যতম।