গাজীপুরে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে ইস্ট ওয়েস্ট ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেডের শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়ায় চার পুলিশসহ ১৪ জন আহত হন। গতকাল সিটি করপোরেশনের ভুসিরমিল এলাকায় এসব ঘটনা ঘটে।
পুলিশ, শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ইস্ট ওয়েস্ট ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকদের গত আগস্টের বেতন এখনো বকেয়া। এ ছাড়া তাদের বাৎসরিক ছুটি ও ওভারটাইমের টাকাও বকেয়া। সেসব বকেয়া আদায়ের দাবিতে গতকাল তারা কারখানার সমনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে যান চলাচল বন্ধ হলে যানজটের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে বিক্ষুব্ধ কিছু শ্রমিক তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। শ্রমিকদের ইটের আঘাতে চার পুলিশ সদস্য এবং পুলিশের নিক্ষিপ্ত টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডে অন্তত ১০ শ্রমিক আহত হন।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. খলিলুর রহমান জানান, আন্দোলনকারীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরাতে গেলে পুলিশের ওপর তারা ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে চার পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং যানবাহন চলাচল শুরু হয়।