লিবিয়া থেকে অবৈধভাবে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নিখোঁজ বরিশালের গৌরনদীর ৩৮ যুবকের সন্ধান মিলেছে। ৯ সেপ্টেম্বর বেনগাজি উপকূল থেকে তাদের আটক করে লিবিয়ার কারাগারে পাঠানো হয়েছে। গৌরনদী উপজেলার ডুমুরিয়া গ্রামের ইতালি প্রবাসী জাকির হোসেন মোল্লা এসব তথ্য নিশ্চিত করেন।
ওই যুবকরা হলেন গৌরনদীর বার্থী গ্রামের আমিনুল ইসলাম, রহিম, অহিদুল, সুজন খান, সবুজ, বড় দুলালী গ্রামের রাহুল, শাহ আলী বয়াতি, বাবুল বেপারী, তানভির হোসেন হৃদয়, মাসুদ, রাব্বী, রিয়াজুল বেপারী, বিপুল, শাহাদাত, রিমন মীর, তৌহিদ হাসান হৃদয়, উত্তর বাউরগাতী গ্রামের ফাহিম, ইব্রাহীম, শামিম, তারাকুপি গ্রামের মুন্না বয়াতি, উত্তর মাদ্রা গ্রামের শান্ত দত্ত, বাঙ্গিলা গ্রামের সুমন কাজী, পূর্ব ডুমুরিয়া গ্রামের কামরুল, ছোট ডুমুরিয়া গ্রামের মেহেদী হোসেন খান, পশ্চিম ডুমুরিয়ার বাবুল, পূর্ব সমরসিংহ গ্রামের আবু বক্কর, উত্তর মাগুরার সাদ্দাম, আগৈলঝাড়ার আলী হোসেন এবং মাদারীপুরের ডাসার উপজেলার সজিব ও কালকিনির ফারহান হোসেন জয়। জানা গেছে, গত ২৩ আগস্ট এই যুবকদের ১৫ থেকে ১৮ লাখ টাকার বিনিময়ে ওমরা হজের ভিসায় সৌদি আরব নেয় দালাল চক্র। সেখান থেকে চোরাই পথে নেওয়া হয় লিবিয়ায়। পরে বেনগাজি উপকূল থেকে তাদের আটক করে লিবিয়ার আইনশৃঙ্খলা বাহিনী। গত ৬ সেপ্টেম্বর থেকে যুবকরা আর পরিবারের সঙ্গে যোগাযোগ করেননি।
প্রবাসী জাকির হোসেন মোল্লার বরাতে তার বোন জানান, জাকির দালালদের সঙ্গে যোগাযোগের পর নিশ্চিত হন যে, ওই ৩৮ যুবক লিবিয়ার কারাগারে রয়েছেন। গৌরনদী থানার ওসি তরিকুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে কেউ থানায় অভিযোগ দিলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।