এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন হাঙ্গেরির ঔপন্যাসিক লাসলো ক্রাসনাহোরকাই। গতকাল রয়্যাল সুইডিশ একাডেমি তার নাম ঘোষণা করে। একাডেমির পক্ষ থেকে জানানো হয়, তার মনোমুগ্ধকর এবং দূরদর্শী লেখা প্রলয়াতঙ্কের মধ্যেও শিল্পের শক্তিকে তুলে ধরে।
১৯৫৪ সালে জন্ম নেওয়া ক্রাসনাহোরকাই ২৪টির বেশি বই লিখেছেন। তার প্রথম উপন্যাস সাতানতাঙ্গো ২০১৫ সালে ম্যান বুকার পুরস্কার জিতেছে। বিশ্বের শেষ সময়ের পরিস্থিতি নিয়ে একটি পোস্টমডার্ন চিত্রকল্প তিনি এঁকেছেন এ উপন্যাসে। ১৯৮৫ সালে প্রকাশিত এই প্রথম উপন্যাসই তাকে আন্তর্জাতিক পরিচিতি এনে দেয়। এ উপন্যাসকে ভিত্তি করে ১৯৯৪ সালে একটি চলচ্চিত্রও নির্মিত হয়।
ক্রাসনাহোরকাইয়ের দ্বিতীয় উপন্যাস ‘দ্য মেলানকোলি অব রেসিস্ট্যান্স’ প্রকাশিত হয় ১৯৮৯ সালে। এরপর ১৯৯৯ সালে ‘ওয়ার অ্যান্ড ওয়ার’ এবং ২০০৮ সালে ‘সেইবো দেয়ার বিলো’ প্রকাশিত হয়। ২০২১ সালে প্রকাশিত তার ‘হারশট ০৭৭৬৯’ বইটিকে সমকালীন জার্মান সাহিত্যের একটি অনন্য উপন্যাস হিসেবে বর্ণনা করা হয়। নোবেল সাহিত্য কমিটি ক্রাসনাহোরকাইরকে সেন্ট্রাল ইউরোপীয় ঐতিহ্যের ‘মহান একজন মহাকাব্যিক লেখক’ হিসেবে বর্ণনা করেছে। তাকে তুলনা করা হয়েছে কাফকা আর টমাস বের্নহার্ডের মতো লেখকদের সঙ্গে।