লস অ্যাঞ্জেলেস, শিকাগো, বস্টনের পর এবার নিউইয়র্ক সিটিতেও অবৈধ অভিবাসীদের ধরপাকড় শুরু হয়েছে। অভিযানের অংশ হিসেবে স্থানীয় সময় গত মঙ্গলবার ম্যানহাটনের চায়না টাউনে আইস (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) এজেন্টরা ৯ জন অবৈধ অভিবাসী ছাড়াও চারজন বৈধ নাগরিককেও গ্রেপ্তার করেছে। ফলে গোটা সিটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এতে রেস্টুরেন্ট ও দোকানপাট ক্রেতাশূন্য হয়ে পড়েছে। ধরপাকড়ের কারণে সিটির অভিবাসী অধ্যুষিত জ্যাকসন হাইটস, জ্যামাইকা, টাইমস স্কয়ার, পার্কচেস্টার, ওজোনপার্ক, চার্চ-ম্যাকডোনাল্ড এলাকা প্রায় জনশূন্য। ভয়ে কেউ বাসার বাইরে বের হচ্ছেন না। এতে ব্যবসাবাণিজ্যে নাকাল অবস্থা তৈরি হয়েছে। বিশেষ করে বাংলাদেশি বাণিজ্যিক পাড়া হিসেবে পরিচিত জ্যাকসন হাইটস, হিলসাইড, ওজোনপার্ক এলাকার স্বর্ণ-কাপড়ের দোকান, রেস্টুরেন্টগুলোতে ক্রেতার আগমন একেবারেই কমে গেছে।
জ্যাকসন হাইটসের সুপরিচিত ব্যক্তিত্ব ড. মাহবুবুর রহমান টুকু বলেন, আইসের তৎপরতায় বৈধ অভিবাসীরাও আতঙ্কে রয়েছেন।
এমন অবস্থা আগে কখনো দেখিনি। এ ধরনের পরিস্থিতির পরিসমাপ্তি না ঘটলে যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক অবস্থার অবনতি ঘটতে বাধ্য। তাই নির্বাচিত জনপ্রতিনিধিদের সোচ্চার হতে হবে। ট্রাম্পের গণবিরোধী এবং অ-আমেরিকান নীতি রুখতে হবে।