মাথাব্যথার সমস্যায় ভুগে থাকেন কমবেশি অনেকেই। রোদে ঘোরাঘুরি, ঠাণ্ডা-সর্দি, মাইগ্রেনসহ অন্যান্য অনেক কারণেই মাথাব্যথা হতে পারে। আমরা অনেকেই এটিকে একেবারেই অবহেলা করি। ভাবি ঘুম অথবা ব্যথানাশক ওষুধ খেলেই মাথাব্যথা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এই দুটি উপায়ে মাথাব্যথা ঠিক করা সম্ভব। কিন্তু যদি তা মারাত্মক কোনো রোগের লক্ষণ হয় তাহলে! হয়তো আপনার অবহেলার কারণে সমস্যাটি বেড়েই চলেছে। তাই জেনে নিন, কোন ধরণের মাথাব্যথা মারাত্মক রোগের লক্ষণ।
১) হুট করে শুরু হয়ে মাত্র ৬০ সেকেন্ডের মধ্যে অসম্ভব রকমের মাথাব্যথার সমস্যা শুরু হওয়া অনেক মারাত্মক একটি সমস্যা। আর এই মাথাব্যথার কারণ মস্তিষ্কে রক্তক্ষরণ, স্ট্রোক এবং অ্যানিউরিজম। সুতরাং, সাবধান। সতর্ক থাকলে বেঁচে যেতে পারে জীবন।
২) মাথায় কোনো আঘাত পাওয়ার পর থেকে মারাত্মক ব্যথা শুরু হলে তা মোটেই অবহেলা করবেন না। অনেকে ভেবে থাকেন আঘাত পেলে ব্যথা তো করবেই। কিন্তু আপনার অবহেলার কারণে আপনি মারাত্মক সমস্যায় পড়তে পারেন। খুব সামান্য আঘাতের কারণেও অদৃশ্য ব্লিডিং হতে পারে। যা মাথার খুলিতে চাপের সৃষ্টি করে।
৩) সকালে উঠে মাথাব্যথার সমস্যায় ভোগা এবং সেই সাথে বমি করার সমস্যাও মারাত্মক রোগের লক্ষণ। যদি দিন বাড়ার সাথে সাথে ব্যথা কমতে থাকে কিন্তু হাঁটাচলা, শারীরিক পরিশ্রম, মাথা নিচু করা ইত্যাদি কাজ করার সাথে সাথে মাথাব্যথা বাড়তে থাকে তাহলে সাবধান। কেননা এটি হতে পারে ব্রেইন টিউমারের লক্ষণ।
৪) সবচাইতে ভয়াবহতম মাথাব্যথার সমস্যা হচ্ছে সেলেব্রাল অ্যানিউরিজমের। মাথার সাথে এই ব্যথা গলা, ঘাড়েও অনুভূত হতে থাকে। সেই সাথে বমি, আলো সহ্য করতে না পারার সমস্যা দেখা দেয়। এই সমস্যায় যত দ্রুত সম্ভব ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত।
বিডি-প্রতিদিন/ ১৮ এপ্রিল, ২০১৫/ রোকেয়া।