সম্প্রতি এক গবেষণায় জানা গেচে, স্কুলছাত্রীদের মধ্যে বাড়ছে মানসিক অবসাদের প্রবণতা। ২০০৯ সালে ১১ থেকে ১৩ বছর বয়সী ১,৬০০ ছাত্রীর ওপর গবেষণা কর্মটি পরিচালনা করা হয়। ৫ বছর পর ওই একই ধরনর একটি সমীক্ষা চালান তারা। এতে দেখা গেছে, ছাত্রীদের মধ্যে মানসিক সমস্যার পরিমাণ ৭% বৃদ্ধি পেয়েছে। যেখানে ছাত্রদের মধ্যে এই একই সংখ্যাটা মোটের উপর একই আছে।
গত ৫ বছরে ছাত্র-ছাত্রী নির্বিশেষে, সমাজ, সঙ্গীদের ব্যবহার, পারিপার্শ্বিকের বিশেষ কোনও পরিবর্তন হয়নি। বিজ্ঞানীদের দাবি, সোশ্যাল মিডিয়াতে সবসময় নিজেকে আকর্ষণীয় করে গড়ে তোলার প্রবণতা লক্ষ করা গেছে মেয়েদের মধ্যে। এটা ক্রমেই বাড়ছে। গণমাধ্যমগুলিতে মেয়েদের পণ্যের মতো উপস্থাপনের প্রবণতা যত বাড়ছে, সেইসঙ্গে পাল্লা দিয়ে টিনএজার মেয়েদের মধ্যে বাড়ছে মানসিক অবসাদ।
বিডি-প্রতিদিন/ ২২ এপ্রিল, ২০১৫/ রশিদা