কোন কিছুই ফেলনা নয়, যদি তার সঠিক ব্যবহারটা জানা যায়। প্রতিদিন বাড়িতে যে সংবাদপত্র রাখা হয় তা কয়েক মাস পর কেজি দরে বিক্রি করে দেওয়া ছাড়া উপায় থাকে না। এগুলো তখন ঘরের জঞ্জাল হয়ে যায়। কিন্তু এই পুরনো সংবাদপত্র দিয়ে অসাধারণ সব কাজ করতে পারেন আপনি। জেনে নিন পুরনো সংবাদপত্রের কিছু অসাধারণ ব্যবহার-
আয়না ঝকঝকে করতে
সাবান পানি দিয়ে আয়না মুছবেন না। বরং পানিতে নিউজ পেপার ভিজিয়ে সেটা দিয়ে আয়না ঘষে নিন। তারপর শুকনো কাপড় দিয়ে মুছে নিন। এত ঝকঝকে হবে যে অবাক হয়ে যাবেন। জানালার কাঁচও এভাবে পরিষ্কার করতে পারবেন।
ফ্রিজের গন্ধ তাড়াতে
বাজে দুর্গন্ধ হয়েছে ফ্রিজে? নিউজ পেপার পানি দিয়ে ভিজিয়ে দলা পাকিয়ে নিন। এগুলো সারারাত ফ্রিজে রেখে দিন। গন্ধ একদম চলে যাবে। আর বাজে গন্ধ ঠেকাতে ফ্রিজের মাঝে নিউজ পেপার বিছিয়ে রাখুন। বিশেষ করে ভেজিটেবল বক্সে।
বাক্স ফ্রেশ রাখতে
যে কোন বদ্ধ বাক্স, বিশেষ করে প্লাস্টিকের বাক্সে এটা ওটা রাখলেই গন্ধ হয়ে যায়। বক্সের ভাঁজে হালকা ভেজা নিউজ পেপার দিয়ে মুখ আটকে রাখুন। গন্ধ চলে যাবে। বক্স ফ্রেশ রাখতে মুখ বন্ধ করার সময় পেপারের টুকরো দিয়ে দিন।
আঠা তুলতে
গ্লাস বা বয়ামে সাঁটানো কাগজ তুলে ফেলার পর কী হয়? নিচের জায়গাটা একদম আঠা আঠা ও বিচ্ছিরি হয়ে থাকে। ভিনেগারে সংবাদপত্র ডুবিয়ে এই জায়গা ঘষে নিন। আঠা একদম চলে যাবে।
ভেজা জুতো শুকাতে
পানিতে জুতো ভিজে একাকার। ভেজা জুতোর মাঝে ঠেসে নিউজ পেপার ভরুন, ফ্যানের নিচে রেখে দিন। জুতো একদম শুকিয়ে না যাওয়া পর্যন্ত কাগজ ভিজে গেলেই বদলে দিন।
টমেটো পাকাতে
কাঁচা টমেটো নিউজ পেপারে মুড়ে রাখুন। দ্রুত পেকে যাবে।
বিডি-প্রতিদিন/০৫ মে ২০১৫/ এস আহমেদ