আজকাল আমরা যখন তখন মোবাইল ফোনে কথা বলতে থাকি। যা অনেক সময় আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। কেউ কেউ শপিং টাইমেও মোবাইলে কথা বলতে থাকেন। তবে শপিং টাইমে মোবাইল কথা বলতে বিশেষজ্ঞরা বারণ করেছেন।
এই বিষয়ে সতর্ক করে গবেষকরা জানিয়েছেন, অন্য যা কিছু করার করুন। কিন্তু শপিংয়ের সময় মোবাইল ফোনে কথা বলতে থাকলে আপনার শপিং মোটেই ভালো হবে না। আপনি হয় ঠকবেন নতুবা দরকারি জিনিস কিনতে ভুল করবেন। আসল কথা, এমনি সময়ে আপনি যেমন শপিং করে থাকেন, মোবাইল ফোনে কথা বলতে বলতে আপনি কিছুতেই সে রকম শপিং করতে পারবেন না। তাই আপনার উচিত এব বিষয়টি মেনে চলা।
বিডি প্রতিদিন/এ মজুমদার