রাতে ঘুম আসলেই নানা স্বপ্নে বিভোর হয়ে পড়ি আমরা। কিছু পাওয়ার তীব্র বাসনা কিংবা ব্যর্থতার ভয় কাজ করে আমাদের অবচেতন মনে। কতো না স্বপ্ন ভিড় করে ঘুমের গভীরে! ভয়ের সঙ্গে মিশে থাকে উত্তেজনা। ফলে ঘুমের মাঝে দুঃস্বপ্ন তাড়া করে বেড়ায় আমাদের।
এখন প্রশ্ন হলো, কেন স্বপ্ন দেখি? এমন প্রশ্নের জবাবে স্বপ্ন বিশেষজ্ঞরা জানিয়েছেন, স্বপ্ন আসলে মনের তিনটি অবস্থা ছাড়া কিছু নয়! যেমন- পূর্ব সচেতন, অচেতন এবং সচেতন। যখন মানুষ সম্পূর্ণ জেগে থাকে, তখন সচেতন। যখন সম্পূর্ণ ঘুমিয়ে থাকে তখন অচেতন। আর এই দুই অবস্থার মাঝের অবস্থা পূর্ব সচেতন।
বিডি প্রতিদিন/এ মজুমদার