প্রিয়জনকে চুম্বনের কারণে অনেক সময় এইচআইভিসহ নানা রোগের ভাইরাস ছড়াতে পারে! এটি অবশ্য নতুন তত্ত্ব নয়। একাধিক গবেষণায় দেখা গেছে, ক্যান্সার হওয়ার জন্য দায়ী হিউম্যান প্যাপিলোমা ভাইরাস সংক্রমণও চুম্বন থেকেই ছড়ায়। চুম্বন এমন একটা জীবনের অঙ্গ তাকে অগ্রাহ্য করা দায়! অথচ তার নেতিবাচক প্রভাব দুশ্চিন্তার কারণ! ফলে চুম্বন প্রক্রিয়ায় জীবাণু সংক্রমণ ঠেকানোর কৌশল বের করতে মাথা ঘামাতে নেমে পড়েছে একদল চিকিৎসক বিজ্ঞানীরা।
সম্প্রতি এই অসাধ্য সাধনে নতুন দিশা দেখাচ্ছে অশ্বিন মার্কো নামে এক ভারতীয় তরুণী চিকিৎসক বিজ্ঞানী। জৈব্য রাসায়নিকের সঙ্গে অজৈব্য রাসায়নিক মিশিয়ে তিনি একটি বিশেষ ধরনের মাউথ ওয়াশ তৈরি করেছেন। কাজে লেগেছে কিছু জনপ্রিয় ফল থেকে নিষ্কাশিত রসও। ফলগুলো হলো, বেদানা আর জাম। প্রাথমিক পরীক্ষায় যথেষ্ট ভালো ফল মিলেছে। অবশ্য তিনি জানিয়েছেন, চুড়ান্ত কিছু বলার এখনো সময় আসেনি।
বেদানা আর জাম খেলে তা স্বাস্থ্যের পক্ষে ভালো তা বহুদিন ধরে আমাদের জানা। এমনকি এই দুটি ফল খাওয়ার পর মুখটাও তাজা লাগে। কিন্তু এই দুটি ফলের রসের প্রভাবে ভাইরাস নষ্ট হয় তা জানা ছিল না! সকলের প্রিয় বেদানা আর জামের মধ্যেই রয়েছে এমন এক বিশেষ রাসায়নিক, যা কঠিনতম ভাইরাসকেও কাবু করতে সক্ষম। তবে চুড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে আরও সময় লাগবে বলেই জানিয়েছেন গবেষকরা।
বিডি প্রতিদিন/এ মজুমদার