আজকাল আমরা কথায় কথায় তর্কে জড়িয়ে পড়ি। আবার হেরেও যাই। গবেষকরা বলেছেন, যদি তর্কে জিততে চান। তাহলে অবশ্যই কিছু সফল কৌশল অবলম্বন করতে হবে। আর এতে করেই আপনি বিনীত এবং শিক্ষিত উপায়ে বিতর্কে জিতে আসতে পারবেন। যেমন-
* অধিক আত্মবিশ্বাসী হোন
মানুষ কখনো কোনো ঘরের সবচেয়ে স্মার্ট লোকটির কথা শোনে না। এক গবেষণায় দেখা গেছে মানুষ এমন কারো কথা শোনেন, যিনি ভাব করেন যে ঠিক বিষয়টি কী তা তিনি জানেন। কারো কথা শোনার আগে মানুষ তার ভাবভঙ্গি, লিঙ্গ, বর্ণ বা আত্মবিশ্বাস পরখ করে দেখেন।
* গ্রাফ ব্যবহার করুন
কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষকদের ২০১৪ সালে পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে, মানুষ বিজ্ঞানীদের বিশ্বাস করেন। ফলে বিজ্ঞানসম্মত বলে মনে হয়, এমন কিছু করলে মানুষ আপানাকে আরো বেশি বিশ্বাসযোগ্য বলে বিবেচনা করবে।
* বাস্তব তথ্য-উপাত্ত ব্যবহার করুন
মনে রাখবেন তর্কে আপনি যদি লোকের বিশ্বাস জন্মাতে চান, তাহলে আপনাকে বাস্তব তথ্য-উপাত্ত ব্যবহার করতে হবে।
* ভালো কোনো বিষয়ে ঐকমত্য স্থাপনের চেষ্টা করুন
বিজ্ঞানীরা প্রায়ই 'ঐকমত্য'কে চুড়ান্ত বিচারে বিতর্কে জেতার উপায় হিসেবে ব্যাবহার করেন। বৈজ্ঞানিক ঐকমত্য মানে হলো, সকল বিজ্ঞানীদের সামষ্টিক মতামত। শুধু যার সঙ্গে বিতর্ক করছেন তার সঙ্গে ঐকমত্য নয়।
* জিততে চেষ্টা করা ঠিক না
আপনি যদি প্রতিপক্ষকে তর্কে পরাভুত করতে চান, তাহলে জিতার চেষ্টা না করে চরম সম্মতি কৌশলটির চর্চা করুন। প্রতিপক্ষের দৃষ্টিভঙ্গি গ্রহণ করুন এবং তাদের দৃষ্টিভঙ্গিকে এর যৌক্তিক এবং সম্ভবত অর্থহীন উপসংহারের দিকে টেনে নিয়ে যান।
* অধিক সুশীল হতে হবে
বিতর্ক কখনোই যৌক্তিক নয়। সুতরাং প্রতিপক্ষের দৃষ্টিভঙ্গিকে শ্রদ্ধা করুন। মানুষ যখন কোনো উপায়ে নিজের মূল্য নির্ণয় করতে শেখে তারা তখন এমন তথ্য গ্রহণেও আরো সহনশীল হয়, যা তাদের বিদ্যমান বিশ্বাসকে চ্যালেঞ্জ করে। এরপর যে আবেগগত সংযোগ স্থাপিত হবে, তার মাধ্যমে আপনি যৌক্তিক হয়ে উঠতে পারবেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার