২২ এপ্রিল, ২০২১ ০১:০৪

করোনা রোগীদের জন্য চালু হলো ‌‘অক্সিজেন ব্যাংক’

অনলাইন ডেস্ক

করোনা রোগীদের জন্য চালু হলো ‌‘অক্সিজেন ব্যাংক’

বুধবার রাজধানীর কল্যাণপুরে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়

করোনা রোগীদের জন্য চালু হলো স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড কানেকশনের ‘অক্সিজেন ব্যাংক। কোভিড আক্রান্ত ও শ্বাসকষ্ট আছে এমন যেকোনো ব্যক্তি এই ‘অক্সিজেন ব্যাংক’ ব্যবহার করতে পারবেন। করোনা আক্রান্ত কেউ হাসপাতালে ভর্তি হতে না পারলে নির্ধারিত নিয়মে আবেদন করে সহজেই অক্সিজেন সিলিন্ডার বাসায় নিয়ে যেতে পারবেন।

বুধবার রাজধানীর কল্যাণপুরে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। বিশিষ্ট অর্থোপেডিক্স ও স্পাইন সার্জন ডা. আব্দুল্লাহ আল মাহমুদ এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় ব্লাড কানেকশন সংগঠনের ফাউন্ডার ও প্রেসিডেন্ট কামরুল হাসান, ডা. আরমান তোহা ডা.ফাহাদ, ডা. সোলায়মান, নাইমুল হাসান, এ বি এম আল আমিন,আব্দুল্লাহ ওমর শিবলু, ফয়সাল আহমেদ রাজুসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

অক্সিজেন ব্যাংক ব্যবহার ও আবেদনের কিছু নিয়ম রয়েছে। সেগুলো হলো- 

১) রোগীর অক্সিজেন সাপোর্টের জন্য চিকিৎসকের অনুমতিপত্র অথবা প্রেসক্রিপশন দেখানো বাধ্যতামূলক।
২) গ্রহীতা বা রোগীর এনআইডি ও বাসার বিদুৎ বিলের ফটোকপি বা স্ক্যান কপি জমা দিতে হবে।(ব্লাড কানেকশনের নির্ধারিত গুগল ফরম পূরণ করতে হবে)
৩) সিলিন্ডার গ্রহণের নির্ধারিত ফরম পূরণ করতে হবে।(গুগল ফরম পূরণ করতে হবে) 
৪) রোগীর স্বজনদের গ্যাসভর্তি সিলিন্ডার এসে নির্ধারিত অফিস (কল্যাণপুর) থেকে নিয়ে যেতে হবে। 
ব্লাড কানেকশন গ্রুপের নির্ধারিত ফেসবুক পেজ , গ্রুপ ও হট লাইনে যোগাযোগ করে এই সেবা নিতে পারবেন। হটলাইন নম্বর- 01609293460, 01600193560

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

সর্বশেষ খবর