৪ ফেব্রুয়ারি, ২০২৩ ১৫:০০

‘তোমার মাঝেই সম্ভাবনা’ বইয়ের মোড়ক উন্মোচন

অনলাইন ডেস্ক

‘তোমার মাঝেই সম্ভাবনা’ বইয়ের মোড়ক উন্মোচন

রহমান শেলীর আত্ম-উন্নয়ন বিষয়ক বই 'তোমার মাঝেই সম্ভাবনা' উদ্বোধন করেছেন পিবিআই প্রধান বনজ কুমার মুজুমদার, পিপিএম বার, বিপিএম, অতিরিক্ত আইজিপি। 

শনিবার গাজীপুর পিবিআই আয়োজিত বিভাগীয় বনভোজন অনুষ্ঠানে এই বইটির মোড়োক উন্মোচন করেন তিনি। উন্মোচনকালে তিনি বলেন, বইটি ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে লেখক লিখেছেন। যারা সমাজে প্রতিষ্ঠিত তারা এই বই লিখলে তরুণরা উপকৃত হবে। রহমান শেলীর চৌত্রিশটি বই প্রকাশিত হয়েছে। পুলিশের এসপি হয়েও দায়িত্বের বাইরে অবসরে লেখালিখি করা ভালো গুণ। আপনারা বইটি পড়বেন। 'তোমার মাঝেই সম্ভাবনা' বইটি বহুল প্রচারিত হবে আশা রাখি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিবিআইয়ের পূর্বাঞ্চলের ডিআইজি মোর্শেদুল আনোয়ার খাঁন, পশ্চিমাঞ্চলের ডিআইজি মিরাজ উদ্দিন আহম্মেদ, বিপিএম, পিপিএম। পিবিআই ঢাকা মেট্রো ও সিলেট বিভাগের এডিশনাল ডিআইজি মো. আব্দুল মালেক এবং পিবিআই গাজীপুর জেলার এসপি মাকসুর রহমান।

বনভোজনে অংশগ্রহণকৃত তিনশত পঞ্চাশ জন বইটির মোড়ক উন্মোচন উপভোগ করেন। উন্মোচন অনুষ্ঠান শেষে কিছু বই আগত ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালন করেন এডিশনাল এসপি এডমিন মো. নাসিম মিয়া।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর