অমিত শাহকে কটাক্ষ করে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি বলেছেন, 'মাথা মোটা লোক। নরেন্দ্র মোদির রাইট হ্যান্ড, অর্ধশিক্ষিত। মাথায় কিচ্ছু নেই। শুধু দাঙ্গা লাগাও। টাকা ঢেলে দাঙ্গা লাগিয়ে এসো।'
এদিকে, পশ্চিমবঙ্গের বারাসাতে এক জনসভায় বিজেপি সভাপতি অমিত শাহ কটাক্ষ করে বলেছেন, 'সোনার বাংলা কাঙাল বাংলা হয়ে গেছে। সোনার বাংলাকে কাঙাল বাংলায় পরিণত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। নরেন্দ্র মোদি জনপ্রিয় হয়ে উঠবেন বলেই মমতা দিদি কেন্দ্রীয় প্রকল্প চালু করছেন না বাংলায়।’
বিজেপি সভাপতির এমন কথার জবাবে রাজ্যের অন্য এক জনসভা থেকে পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা আরও বলেন, ‘একটা নেতা এসে বলে গেছে, মমতা বাংলাকে কাঙাল বানিয়ে দিয়েছে। কাঙালের মানে জানে? বাঙালিকে কাঙালিকে বলছে একটাও ভোট দেবেন না। এত বড় সাহস!’
বাংলায় সিন্ডিকেট শাসন চলছে মন্তব্য করে বিজেপির সর্বভারতীয় সভাপতি আরও বলেন, ‘বাংলায় আগে রবীন্দ্র সংগীত শোনা যেত। সেই বাংলায় এখন কলকারখানা নেই। শুধু বোমা তৈরির কারখানা তৈরি হয়েছে। '
এদিকে, এর আগে মমতা ব্যানার্জি বিজেপির বিরেদ্ধে টাকা দিয়ে ভোট কেনার পাঁয়তারার অভিযোগও তুলেছেন। তাই নিজের নেতাকর্মীদের নির্দেশ দিয়ে বলেছেন ভোটের আগে রাত জেগে পাহারা দিতে। তিনি বলেছেন, বিপুল টাকা খরচ করে ভোট প্রচারের পর বিজেপি এবার টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। ওরা বাক্স বাক্স টাকা ঢোকাচ্ছে পশ্চিমবঙ্গে। ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষের বিরুদ্ধে ‘বেআইনি’ টাকা রাখার অভিযোগ ওঠার পরই গত শুক্রবার অশোকনগরের এক সভায় তিনি এ কথা বলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার