২২ মে, ২০১৯ ১৭:৫৪

লোকসভা নির্বাচনের ফল বৃহস্পতিবার

দীপক দেবনাথ, কলকাতা:

লোকসভা নির্বাচনের ফল বৃহস্পতিবার

বৃহস্পতিবার ভারতের লোকসভা নির্বাচনের ফল গণনা। ৫৪৩ আসন বিশিষ্ট ভারতের লোকসভায় ভোট নেওয়া হয়েছে ৫৪২ আসনে। (রুপি দিয়ে ভোটাদের প্রভাবিত করার অভিযোগ ওঠায় ভেলোর আসনটিতে ভোট গ্রহণ স্থগিত রাখা হয়েছে)। বৃহস্পতিবার কঠোর নিরাপত্তার মধ্যে সকাল আটটা থেকে শুরু হবে ভোট গণনা। 

রিটার্নিং কর্মকর্তা, ভোট প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্টদের  উপস্থিতিতেই ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) খুলে শুরু হবে গণনার কাজ। দুপুর ১২ টার মধ্যেই ফলের আভাস পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। প্রথমে শুরু হবে পোস্টাল ব্যালট পেপার গণনা। এর আধাঘন্টা পর ইভিএম গণনা শুরু হবে। ভোট গণনায় সন্তুষ্ট হওয়ার পর তিনিই জয়ী প্রার্থীর নাম ঘোষণা করবেন। তবে এবারই প্রথম ইভিএম গণনার সাথে ‘ভোটার ভেরিফায়েড পেপার ট্রেইল মেশিন’ (ভিভিপ্যাট) স্লিপও গণনা করা হবে। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর